সাগরপথে কথিত মালয়শিয়াগামী ট্রলারের নিখোঁজ যাত্রীদের অন্তত ৬০ জন জীবিত ফিরেছেন। বুধবার ভোররাতে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়ন সংলগ্ন সাগরে ১১০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায় বলে কোস্টগার্ড ও স্থানীয়রা জানায়। নৌবাহিনী ও কোস্টগার্ড ২২ জনকে উদ্ধারের কথা জানিয়েছে। স্থানীয়রা জানিয়েছে, জেলে নৌকায় ফিরেছেন আরো ৩৮ জন, এর মধ্যে ১৯ জন তীরে উঠে আত্মগোপন করেছে। নৌবাহিনীর লেফটেন্যান্ট তানভির বলেন, ট্রলারডুবির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌবাহিনী ও কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে ২২ জনকে উদ্ধার করে।
উপকূল রক্ষী বাহিনী- কোস্ট গার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতেও ২২ জন উদ্ধারের কথা জানিয়ে নিখোঁজ অন্যদের উদ্ধারে তৎপরতা চলার কথা জানানো হয়েছে।
উদ্ধার হওয়া ২২ জন কক্সবাজার জেলার বাসিন্দা বলে কোস্ট গার্ড জানিয়েছে।
এরা হলেন- সাবরাং আছারবনিয়ার আব্দুর রশিদ (৩০), গিয়াস উদ্দিন (১৮), মিয়ানমারের বসুপাড়ার আব্দুল মজিদ (১৯), মো. জুবাইর(২৪), শাহপরীর দ্বীপ বাজারপাড়ার আবু বক্কর (২৫), কোণারপাড়ার আজম (১৭), রহিম উল্লাহ (২২), জমির হোসেন (৩০), মো রায়হান (২৫), আবুল কালাম (২৬), লামার মো. নুর (৩৫), বাহারছড়ার মনজুর আলম (৩২), কক্সবাজার চৌফলন্ডির বশির আহমদ (২৯), ডুলাহাজারার সোনা মিয়া (৩২), ঈদগাড়ের নুর ছিদ্দিক (৩৫), মো. ইসকান্দার (২৩), রশিদ মিয়া (২৮), আমির হোসেন (৩১), মো. আব্দুল হামিদ (২৭), রামুর আবুল কালাম (৩৩), আজিজনগরের আবুল কালাম (২৬), গাজীপুরের মো. হোসেন শেখ (৩৩), মো নাজমুল (৩৫)।
শাহপরীর দ্বীপের জেলে আবুল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মাছ ধরে ফেরার সময় তার নৌকায় করে পাঁচজনকে এবং টেকনাফের সাবরাংয়ের ফিরোজের নৌকায় ১৪ জনকে নিয়ে এসেছেন তারা।
নাম প্রকাশে অনিচ্ছুক টেকনাফের মহেশখালীপাড়া ঘাটের এক ব্যবসায়ীবলেন, আরো ১৯ জন যাত্রী চারটি ট্রলারে ফিরে এসে আত্মগোপন করেছেন।
এই ট্রলারের যাত্রীরা অবৈধভাবে মালয়শিয়া যাচ্ছিল বলে কোস্টগার্ড জানিয়েছেন। যারা এদের নিয়ে যাচ্ছিল, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
টেকনাফ কোস্টগার্ড স্টেশন ইনচার্জ (অতিরিক্ত দায়িত্ব) লেফটেন্যান্ট কমান্ডার ফয়েজুল কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার হওয়া লোকজনের স্বীকারোক্তি মতে দালাল ও জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রক্রিয়া চলছে।
উদ্ধার হওয়া কয়েকজন জানিয়েছেন, কক্সবাজার শহর, মহেশখালী উপজেলা, টেকনাফের মহেশখালীয়া পাড়া ও সাবরাং থেকে ১১০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে যাত্রা করে। কিছুদূর গিয়েই ট্রলারটি সাগরে ডুবে যায়।
Leave a Reply