শামশুল আলম শারেক, টেকনাফ সাংবাদিক কল্যাণ সমিতির উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক এক আড়ম্বরপূর্ণ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১১ আগষ্ট বিকাল ৫ টায় আয়োজিত আলোচনা সভা সমিতির আহবায়ক মমতাজুল ইসলাম মনুর সভাপতিত্বে শামশুল আলম শারেক ও আমান উল্লাহ আমান এর যৌথ পরিচালনায় জামাল মার্কেটের ফারইষ্ট মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টেকনাফ ৪২ বিজিবি অপারেশন অফিসার ক্যাপ্টেন মোঃ রকিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আবদুল্লাহ আল মামুন। বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকতা আলমগীর কবির, হ্নীলা ইউপি চেয়ারম্যান মাষ্টার মির কাশেম, সহকারী প্রকৌশলী আবদুস সালাম, প্রধান আলোচক টেকনাফ জামেয়া ইসলামীয়া মাদ্রাসার মুহতামিম ও দৈনিক সাগর দেশ পত্রিকার সম্পাদক মুফতি কেফায়েত উল্লাহ শফিক, স্বাগত বক্তব্য রাখেন- মুহাম্মদ ছালাহ উদ্দীন (জনকন্ঠ), টেকনাফ উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব সরোয়ার কামাল চৌধুরী, জামায়াত আমির অধ্যক্ষ নুরুল হোসেন ছিদ্দিকী, জাতীয় পার্টির সভাপতি শফিক আহমদ বি,কম, সমুদ্রবার্তার নির্বাহী সম্পাদক মোঃ জোনাইদ, টেকনাফ পৌরসভার কাউন্সিলর ও সাংবাদিক আবদুল্লাহ মনির, আজকের দেশ বিদেশ পত্রিকার হাফেজ মুহাম্মদ কাশেম, মুহাম্মদ তাহের নঈম (আমারদেশ), গিয়াস উদ্দিন (প্রথম আলো), জসিম উদ্দীন টিপু (আপনকন্ঠ), টেকনাফ নিউজ ডটকমের চেয়ারম্যান সাইফুল ইসলাম সাইফী, রমজান উদ্দীন পটল (আজকের দিশে বিদেশ), জিয়াউর রহমান জিয়া (যায়যায়দিন), ছৈয়দ আলম (সমুদ্রবার্তা), হেলাল উদ্দীন (দৈনিক সৈকত), জেড করিম (দৈনিক কক্সবাজার), আবদুর রহমান (মানব জমিন), আবুল আলী (সমুদ্রবার্তা), তারেক রহমান রাসেল (ইনানী), নুর হাকিম আনোয়ার (কক্সবাজার বার্তা) গিয়াস উদ্দীন ভূল (আজকের কক্সবাজার), এটিএন ফায়সাল (বাকখালী), জাহাঙ্গীর আলম (কক্সবাজার বানী), আমিনুল ইসলাম (কক্সবাজার বার্তা) আল-মাসুদ (সমুদ্র বার্তা), এন কায়সার মাহমুদ জুয়েল (আপনকন্ঠ)। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জাফর আলম মেম্বার, শ্রমিক দল সভাপতি মোক্তার আহমদ দল্লা, হ্নীলা বাজার কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক জহির আহমদ, টেকনাফ ডিগ্রী কলেজের প্রভাষক ফারুক আহমদ, উপজেলা আওয়ামীলীগ প্রচার সম্পাদক নজরুল ইসলাম খোকন, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক জামাল সরোয়ার, জামাত নেতা মাওঃ আবদুস সোবহান. প্রমূখ। আলোচনা সভায় বিশিষ্ট রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতি,নধি, ব্যবসায়ী, শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপিস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিশেষ মোনাজাত পরিচালনা করেন- টেকনাফ জামেয়া মাদ্রাসার প্রধান মুহাদ্দিস মাওঃ মুফতি রফিক উদ্দীন।
শুভেছছা
বক্তব্য এবং রমজানের গুরুত্ব ছারা ইফতার মাহফিল কি ভাবে হয় শুধুমাত্র নাম প্রচারের জন্য কি ইফতার……।