সেলিমুল্লাহ, হ্নীলা…টেকনাফ সদর বিওপির জওয়ানেরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারকালে লক্ষাধিক টাকার কাপড় জব্দ করেছে।সুত্র জানায়-১১সেপ্টেম্বর সকাল ১০টারদিকে টেকনাফ ৪২বিজিবির সদর বিওপির জওয়ানেরা ট্রানজিট ঘাট এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে ১লাখ ৫হাজার ২শত টাকার থান কাপড় জব্দ করে । অপরদিকে হ্নীলা ও টেকনাফ বিওপি ৭রোহিঙ্গা নাগরিককে স্বদেশে ফেরত পাঠিয়েছে।
Leave a Reply