এটি এন ফায়সাল , টেকনাফ / টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপ থ্যাইল্যান্ড, মালয়েশিয়া ও মিয়ানমরে মানব পাচারকারী দালালেরা আবারো সক্রিয় হয়ে উঠেছে। এসব দালালেরা যাত্রী সংগ্রহ করার জন্য বিভিন্ন দেশে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগ উঠেছে ।
তথ্যানুসন্ধানে জানাযায়-গত ২৭ অক্টোবর ১৩৫জন যাত্রী নিয়ে স্বপ্নের মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জন জীবিত উদ্ধার হলেও অপর ১২৯ জনের কোন সন্ধান মিলেনি। এছাড়া গত ৭ নভেম্বর বুধবার ভোর রাত ৩টায় বঙ্গোপসাগরের অদূরে ১১০যাত্রী নিয়ে আরো একটি ট্রলারটি ডুবির ঘটনা ঘটে। এ সময় বিজিবি-কোস্টগার্ড ও নৌবাহিনী উদ্ধার তৎপরতা শুরু করে ২৩ জনকে জীবিত উদ্ধার করে এবং পরের দিন ৮ নভেম্বর বঙ্গোপসাগর থেকে ২টি লাশ উদ্বার করে। এভাবে সাগরে দূঘর্টনার পরও থেমে নেই মানব ও তথ্য পাচারকারীরা। শাহপরীর দ্বীপের নজির আহাম্মদের পুত্র ছৈয়দ,ফয়েজের পুত্র হাছন, সোলতান আহাম্মদের পুত্র ধলু হোছন, ছালাম ও মনির সহ কয়েকজন পাচারকারী সাগরপথে মালয়েশিয়া মানব পাচার করতে আবারো ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্চে বলে অভিযোগ উঠেছে। কয়েক দিনের মধ্যে এদের মাধমে কয়েকটি মানব বোঝাই ট্রলার আবারো সাগর পথে রওনা দেওয়ার প্রস্তুতি নিচেছ বলে একাধিক সুত্র দাবি করছে। শাহপরীরদ্বীপ জেটিঘাট এলাকার কয়েকজন ব্যক্তি জানান-ছৈয়দ সব সময় জেটিঘাট এলাকার আশ-পাশে অবস্থান করে বিজিবির টহল দল কোথায় যাচ্ছে তা খবর নিয়ে মানব পাচারকারী অপরাপর সদস্যদের জানায় এবং বিজিবিকে একদিকে দেখিয়ে দিয়ে অপর দিক দিয়ে থ্যাইল্যন্ড,মালয়েশিয়া ও মিয়ানমারে মানব পাচার করে। তার বিরুদ্বে আগেও এ রকম মামলা রয়েছে। অপদিকে আরো অভিযোগ উঠেছে যে উক্ত চক্র বিভিন্ন সময় দেশের খবরা খবর মিয়ানমারসহ বিভিন্ন দেশে পাচার করে আসছে। তার বিরুদ্ধে বিজিবির নায়েক জাফরুল হত্যা-কান্ডে জড়িত থাকার অভিযোগও রয়েছে বলে একাধিক সুত্র দাবি করছে।
Leave a Reply