আমান ওয়াহিদ…টেকনাফ শাহপরীরদ্বীপ সড়কে যাত্রীবাহি যানবাহনে ব্যারিকেড দিয়ে আবারো ডাকাতি সংঘঠিত হয়েছে। এ সময় ডাকাত দলের হামলায় মোঃ ইউনুচ(২২) নামে এক সিএনজি যাত্রী গুরুত্বর আহত হয়েছে। এ সময় ডাকাতদল কয়েকটি যানবহানের যাত্রীর কাছ লক্ষাধিক টাকার লুট করেছে। ১২ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে আটটায় টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কের নয়াপাড়া সাইক্লোন শেল্টারের সামনে ডাকাতির এ ঘটনা ঘটে। আহতকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাকাতের শিকার ইউনুছ শাহপরীরদ্বীপ ডাংগর পাড়ার আব্দুল মতলবের ছেলে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় যাত্রীবাহী সিএনজিটি উক্ত স্থানে পৌছঁলে ডাকাত দল সড়কে ব্যারিকেড দিয়ে ডাকাতি সংঘঠিত করে। এসময় সিএনজি যাত্রী মোঃ ইউনুচ ডাকাত দলের সদস্যদের চিনতে পারলে ডাকাতরা ব্যাপক মারধর করে হাত-পা ভেঙ্গে দিয়ে হত্যা চেষ্টা চালায়। ডাকাতদল যাত্রীদের কাছ থেকে নগদ টাকা মোবাইলসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে গা ঢাকা দেয়। পরে থানা পুলিশের এস আই মনির ঘটনাস্থলে পৌঁেছ আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরন করে।
এদিকে আহত ইউনুচের এক ভাই জানান, তার ভাই ইউনুচ ডাকাত দলের সদস্য ফিরুজ, রহিম উল্লাহ, জাবের, ইউনুচ ও জাহের হোসেনকে চিনতে পারায় তারা তাকে হত্যার চেষ্টা চালায়। ডাকাতরা হারিয়াখালী সড়ক ডাকাতির মূল হোতা তৈয়ুব বাহিনীর সদস্য বলে জানা গেছে।
প্রসঙ্গত, বছর খানেক পূর্বেও টেকনাফ-শাহপরীরদ্বীপ সড়কের হারিয়াখালীতে সন্ধ্যা নামলেই ডাকাত দলের রাম রাজত্ব কায়েম হতো। ঐসময় পুলিশ প্রহরা ছাড়া এ সড়ক দিয়ে শাহপরীরদ্বীপ যাতায়াত ছিল প্রায়ই অসম্ভব। তবে প্রশাসনসহ রাজনৈতিক নেতৃবৃন্দের প্রচেষ্টায় বেশ কিছুদিন ধরে এস্থানে ডাকাতির ঘটনা বন্ধ ছিল। পুনরায় ডাকাতি সংঘঠিত হওয়ায় টেকনাফ শাহপরীরদ্বীপের মানুষ আবারো শংকিত হয়ে পড়েছে। এ ঘটনায় আহত ইউনুচের পরিবার মামলার প্রক্রিয়া চালাচ্ছে বলে জানা গেছে।
টেকনাফ থানা অফিসার ইনচার্জ মাহবুবুল হক জানিয়েছেন, ডাকাতির ঘটনায় এখনো কেউ অভিযোগ নিয়ে আসেননি, ক্ষতিগ্রস্থ কেউ অভিযোগ নিয়ে আসলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।
Leave a Reply