টেকনাফ নিউজ ডেস্ক /কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের হিমছড়ির কাছে পাহাড় ধসে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় মহিলাসহ সাত পর্যটক আহত হন। মঙ্গলবার দুপুর দু’টার দিকে হিমছড়ির কাছে একটি পাহাড়ী ঝর্ণায় গোসল করার সময় পাহাড়ের একটি অংশ ধসে পড়লে এ ঘটনা ঘটে।
নিহত পর্যটক আমজাদ গণি ঢাকা মহানগরীর জুরাইন এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত ওসমান গণি।
আহতরা জানিয়েছেন, মঙ্গলবার সকালে তারা হিমছড়ি ভ্রমণে যায়। ভ্রমণের একপর্যায়ে হিমছড়ির কাছে পাহাড়ী ঝর্ণাটিতে গোসল করতে গেলে হঠাত পাহাড়ের একটি অংশ ধসে পড়ে। এতে মাঠি চাপা পড়ে আমজাদ গণির মৃত্যু হয়।
এ সময় আশেপাশের অন্যান্য পর্যটক ও স্থানীয় বাসিন্দারা এগিয়ে এসে নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহতরা আরো জানান, তারা ১০ জনের একটি দল সোমবার ঢাকার জুরাইন এলাকা থেকে কক্সবাজার ভ্রমণে এসেছিল।
Leave a Reply