হাফেজ মুহাম্মদ কাশেম…টেকনাফ স্থল বন্দর দিয়ে টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় মিয়ানমার থেকে ১২৫০ মেঃটন লবণ আমদানী করা হয়েছে। এখাতে সরকার রাজস্ব আয় করেছে ১৬ লাখ ৯৬ হাজার ২৫০টাকা। গতকাল ২২ অক্টোবর বিকালে সরেজমিন টেকনাফ স্থল বন্দর পরিদর্শনে গিয়ে দেখা যায়- বন্দর ঘাটে শ্রমিকরা মিয়ানমার থেকে আমদানীকৃত এমবি রুসিয়া-২ নামক বাংলাদেশী ট্রলার থেকে লবণ খালাস করে ট্রাক বোঝাই করছে। কাস্টম্স সূত্রে জানা যায়- বাংলাদেশ সরকার টেকনাফ স্থল বন্দর দিয়ে মিয়ানমার থেকে ১০ হাজার মেঃ টন লবণ আমদানী করার অনুমোদন দিয়েছে। কক্সবাজারের মহেশখালীর নুর সল্ট ইন্ডাষ্ট্রিজ নামক একটি প্রতিষ্ঠান ৬ অক্টোবর থেকে মিয়ানমারের আকিয়াব থেকে লবণ আমদানী শুরু করে গতকাল ২২অক্টোবর পর্যন্ত ৬টি বিল অব এন্ট্রির মাধ্যমে ১ হাজার ২৫০ মেঃ টন লবণ আমদানী করেছেন। অনুমোদনপ্রাপ্ত অবশিষ্ট লবণ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে আমদানী সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সময়সীমা নির্ধারিত করে দিয়েছে। টনপ্রতি ১,৩৫৭ টাকা হারে সরকার লবণ আমদানী বাবৎ এপর্যন্ত ১৬ লাখ ৯৬ হাজার ২৫০ টাকা রাজস্ব আয় করেছে। তবে লবণ আমদানীর ক্ষেত্রে ব্যতিক্রমধর্মী বিষয় হচ্ছে- অন্যসব পণ্য মিয়ানমারের ট্রলারযোগে আমদানী করা হলেও শুধু লবণ আমদানী হচ্ছে বাংলাদেশী ট্রলারযোগে।############
Leave a Reply