হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্য সম্প্রসারণসহ সম্ভাব্যতা যাচায়ের জন্য আমেরিকার উচ্চ পর্যায়ের একটি টিম গতকাল ১৬ সেপ্টেম্বর টেকনাফ সফর করেছেন। এ টিমে ৩ জন আমেরিকান ও ১ জন দুতাবাসের কর্মকর্তা ছিলেন। টেকনাফ উপজেলার নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল মামুন গতরাতে এ প্রতিবেদককে জানান- টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্যের আওতায় ব্যবসা সম্প্রসারণ, বালুখালী-মিয়ানমার মৈত্রী সড়ক উন্নয়নসহ সম্ভাব্যতা যাচায়ের জন্য এই টিম টেকনাফে এসেছেন। তাঁরা টেকনাফ স্থল বন্দর, কায়ুকখালী নৌঘাটসহ কয়েকটি স্থান পরিদর্শন করেছেন। #########
#
Leave a Reply