হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ-মংডু ট্রনজিট পয়েন্টে ৩য় দিনে ২০৩ জন যাত্রী পারাপার করেছে। দীর্ঘ ৮০ দিন বন্ধ থাকার পর ২৮ আগষ্ট এপার-উপার যাত্রী যাতায়ত শুরু হয়। গতকাল ৩০ আগষ্ট ৩য় দিনে বাংলাদেশ থেকে ৯৭ জন এবং মিয়ানমার থেকে ১০৬ জন ট্রানজিট যাত্রী যাতায়ত করেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। মিয়ানমার থেকে ফেরৎ আসা লোকজন জানায়- নাসাকারা তাদের সাথে ভাল ব্যবহার করেছে। ##
Leave a Reply