১৫ নভেম্বর ভোর রাতে টেকনাফ সদর বিওপির বিজিবি জওয়ানরা টইলদানকালে বরইতলী জইল্যার দিয়া নামক স্থানে অভিযান চলাকালে উৎপেতে থাকা চোরাকারবারীরা দু’বিজিবি সদস্যকে গুরুতর জখম করে। বিষয়টি অমানবিক,দূঃখজনক এবং এ ধরনের ঘটনা দেশদ্রোহিতার শামিল। আমি উক্ত ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। পরবর্তীতে গত ২১/১১/২০১২ ইং টেকনাফ মডেল থানায় ৪২/৬৯৬ মামলায় অন্যান্যদের সাথে আমাকেও অভিযুক্ত করা হয়েছে। যা অত্যান্ত দুঃখজনক। আমি পত্রিকায় অভিযুক্তদের তালিকায় আমার নাম দেখে বিষ্মিত ও হতবাক হয়েছি। আমি সূষ্টু তদন্ত পূর্বক প্রকৃত দোষিদের খুঁজে বের করে আইনের আওতায় এনে শাস্তি প্রদান এবং আমাকে এ ধরনের মিথ্যা ও হয়রানীমুলক মামলা থেকে অব্যহতি দিতে আইন প্রয়োগকারী সংস্থাসহ কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানাচ্ছি। আমি এ ব্যাপারে টেকনাফস্থ ৪২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল জাহিদ হাসানের সদাশয় সূ-দৃষ্টি প্রার্থনা করছি। বিনীত-
মোঃ আয়ুব,
পিতা- আবদুল মালেক
দমদমিয়া, হ্নীলা, টেকনাফ।
Leave a Reply