মোজাম্মেল হক বাহার,শামলাপুর…নানান অনিয়ম ও অযোগ্যতার কারণে টেকনাফ বাহারছড়া ইউ,পি চেয়ারম্যান মৌঃ হাবীব উল্লাহকে চেয়ারম্যান পদ থেকে বরখাস্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রনালয়। উক্ত পদে স্থলাভিষিক্ত করেছেন স্থানীয় শীলখালী ৩নং ওয়ার্ড মেম্বার শামশুদ্দীন আহাম্মদকে। ১১ সেপ্টেম্বর এ রায় শুনে এক বর্ণাঢ্য গাড়ী বহরের মাধ্যমে আনন্দ মিছিল করে ইউনিয়নের সুবিধা বঞ্চিত জনসাধরণ। “আতর বিয়ারির ক্ষমতা, তেল ছাড়া পরটা” স্লোগানে লোকে লোকারণ্য হয়ে যায় পুরো বাহারছড়া। আনন্দে আতœহারা হয়ে এলাকার শিশু, বৃদ্ধ ছুটে আসে উক্ত মিছিলে। ১২ সেপ্টেম্বর ইউনিয়ন ব্যাপী আনন্দ র্যালী বের করার সিদ্ধান্ত ও নেয় উক্ত মিছিলে। এলাকাবাসি জানায় বহুদিন দুঃখ দূর্দশা অতিক্রম করে এবার ফিরে পেয়েছি শান্তির সু-বাতাস।###############
মোজাম্মেল হক বাহার,শামলাপুর॥ ০১৮১৪০৭৮৮২৪
Leave a Reply