টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিব উল্লাহর বরখাস্ত আদেশের উপর স্হগিতাদেশ দিয়েছে হাইকোর্ট। চেয়ারম্যান আবার দায়িত্ব বুঝে পেয়েছেন। তার ফিরে আসাতে এলাকার সমর্তকদের মাঝে প্রাণ চাঞ্চল্য ফিরে এসছে।বিচারপতি সালমা মাসুদ চৌধুরী এবং বিচারপতি কাজী রেজাউল হকের সম্বয়ে গঠিত মাননীয় হাইকোর্ট ডিভিশন বেঞ্চ গতকাল ১৭ সেপ্টেম্বর টেকনাফ বাহারছড়া ইউপির চেয়ারম্যান হাবিবউল্লাহর করা রিট গ্রহণ করে স্থানীয় সরকার মন্ত্রনালয়ের বরখাস্তের নোটিশটির উপর এ আদেশ দেন। ফলে সাময়িক বরখাস্তকৃত চেয়ারম্যান হাবিবউল্লাহ চেয়ারম্যান হিসেবে বহাল থাকলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপসচিব কামরুন্নাহার স্বাক্ষরিত এক চিঠির মূলে চেয়ারম্যান হাবিব উল্লাহকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় এবং ইউএনও প্যানেল চেয়ারম্যানদের একজন ৩নং ওয়ার্ড মেম্বার শামসুদ্দিন প্রকাশ বাঘ শামসু কে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেন।
Leave a Reply