হাফেজ মুহাম্মদ কাশেম, টেটেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসমাইল ঐতিহ্যবাহী টেকনাফ এজাহার গার্লস হাইস্কুলের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হওয়াই শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবকসহ সর্বমহলে সন্তুষ্টি পরিলক্ষিত হচ্ছে। সকলেরই অভিমত, স্কুল প্রতিষ্ঠার দীর্ঘ ২৭ বছর পর এবার একজন দক্ষ করিৎকর্মা ও দূরদর্শী ব্যক্তি স্কুলটির হাল ধরেছেন। স্কুলের প্রধান শিক্ষিকা শিউলী চৌধুরী ২৯ সেপ্টেম্বর দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়- ১৯৮৫ সনে টেকনাফ উপজেলা শহরের প্রাণকেন্দ্রে উপজেলা প্রশাসনিক ভবনের অতি নিকটে স্কুলটি প্রতিষ্ঠা করেছিলেন তৎকালীন টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান পরবর্তীতে উপজেলা চেয়ারম্যান(বর্তমানে প্রয়াত) এমপি বদির পিতা অত্যন্ত জনপ্রিয় নেতা আলহাজ্ব এজাহার মিয়া কোম্পানী। সারা দেশের মধ্যেই শিক্ষার হার সর্ব নিম্ন হচ্ছে- টেকনাফ উপজেলা। নারী শিক্ষার হার আরও নগণ্য। তিনি নিজে নিরক্ষর হলেও শিক্ষার আলো ছড়াতে বিশেষতঃ নারী শিক্ষার প্রসারে মহতী উদ্যোগ নিয়ে নারীদের উচ্চ শিক্ষার সুযোগ সৃষ্টি করতে এই স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। তাঁরই অক্লান্ত পরিশ্রমে স্কুলটি শিক্ষা-দীক্ষায় সুনাম অর্জনসহ ভাল ফলাফলের স্বাক্ষর রেখে আসছে। স্কুল প্রতিষ্ঠার দীর্ঘ ২৭ বছর পর এবার স্কুল পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন প্রতিষ্ঠাতার সহোদর ছোট ভাই বর্তমান টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম। স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকগণ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থী ও কমিটির অন্যান্য সদস্যদের সাথে আলাপ করে জানা যায়- পৌর মেয়র হাজী মোঃ ইসলাম সভাপতি নির্বাচিত হওয়ায় সকলেই খুবই আনন্দিত। তাঁদের ধারণা তাঁর বলিষ্ট নেতৃত্বে অবহেলিত ও পশ্চাৎপদ সীমান্ত শহর টেকনাফের ঐতিহ্যবাহী এই স্কুলটি সর্বক্ষেত্রে উন্নতি সাধিত হবে।###
Onek valoi holo…
Apnara tar jonno doa korben.
Amar khub valo laglo.