সীমান্ত পর্যটন শহর টেকনাফ পৌরসভা রিক্সা চালকদের হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ জনগণ। পৌর কর্তৃপক্ষ জনসাধারণের হয়রানি এড়াতে বিভিন্ন স্থানে রিক্সাভাড়া সম্বলিত সাইনবোর্ড স্থাপন করে দায়িত্ব এড়াচ্ছে। সরেজমিন পরিদর্শনে দেখা যায়- রিক্সা চালকরা পৌরসভা কর্তৃক স্থাপিত সাইনবোর্ডকে তোয়াক্ষা না করে উল্টো পৌরকর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলতে দেখা গেছে। রিক্সা সমিতির সভাপতি আয়ুবের ভাড়ায় রিক্সা চালক গোদারবিলের শাহআলম ক্ষোভের সহিত জানান-চাল, ডালের মূল্য বৃদ্ধির কথা চিন্তা না করে আমরা রিক্সা চালকদের আইন করে জিম্মি করে রাখছে। পৌরসভা নয় নিজে রিক্সা চালাই নিজের মত করে ভাড়া আদায় করি। এভাবে প্রতি নিয়ত দেশ বিদেশ থেকে আসা পর্যটকসহ টেকনাফের হাট বাজারে সাধারণ জনগণ চরম সমস্যায় পড়েছে। টেকনাফ পৌরসভায় আইন আছে কিন্তু তার প্রয়োগ না থাকায় রিক্সা চালক ও যাত্রীদের মাঝে সবসময় ঝগড়া বিবাদ লেগে আছে। এদিকে টেকনাফ পৌরসভা রিক্সা শ্রমিক সমিতির নিয়ম অনুযায়ী বহিরাগত ও রোহিঙ্গাদের রিক্সা ভাড়া না দেওয়ার বিধান থাকলেও তা মানা হচ্ছেনা। এব্যাপারে রিক্সা-শ্রমিক সভাপতি মোঃ আয়ুবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান- টেকনাফে বৈধ কার্ডধারী ৬শ ৭৫ জন শ্রমিক রয়েছে। তারা পৌরসভা ও সমিতি কর্তৃক প্রণীত মূল্য তালিকা অমান্য করলে ব্যবস্থা নিবেন। তবে বহিরাগতদের কিছু করার নেই বলে জানান। অপরদিকে অনিয়নত্রিত রিক্সা ভাড়ায় সীমান্ত পর্যটন উপজেলা টেকনাফের দুর্নাম যেমন ছড়িয়ে পড়ছে তেমনি পর্যটনে ভাটা পড়ার আশংকা রয়েছে। এব্যাপারে টেকনাফ পৌর কর্তৃপক্ষের নজরদারী দাবী করেছেন স্থানীয় সচেতন মহল।
Leave a Reply