টেকনাফ পৌরসভার পুরান পল্লান পাড়া আমির আহম্মদের জুম এলাকার মোঃ সিরাজের বাড়িটি এখন কার বলে সচেতন মহলের প্রশ্ন হয়ে দাড়িঁয়েছে। প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সূত্রে জানা যায়, মোনাফের বাড়ির পেছনে সদ্য বিদেশ থেকে এসে টিনের চালা দেয়াল ঘেরা ১৩ কড়া জমিতে প্রায় ১৫ লাখ টাকা ব্যায়ে একটি বাড়ি নিমার্ণ করে। প্রায় ২মাস অতিবাহিত হলে ও এখানো তার খোজ পাওয়া যায়নি। সূত্রে আরো জানা যায়, নির্মিত বাড়িটি অন্যত্রে বিক্রি ও ভোগ দখলের অভিযোগ পাওয়া গেছে । তার নিকট কোন আতœীয় স্বজন না থাকায় সে বাড়িতে মোঃ সিরাজ প্রঃ টমোটো ছাড়া অন্য কেউ থাকত না। প্রায় ২ মাস আগে বাড়িতে তালা লাগিয়ে কাজের সন্ধানে আর ফিরে আসেনি। স্থানীয় প্রভাবশালী পুরান পল্লান পাড়ার মোঃ কামাল মাঝি (৩৫) যার বিরুদ্ধে বন্দরে ইয়াবা খালাস ও বিএনপির প্রভাব কাঠিয়ে শ্রমিক বন্দর দখলের অভিযোগ আছে ও তার ইশারায় ক্ষমতাসীন দলের দূনাম রঠাটে তারা বাড়ির তালা ভেঙ্গে বাড়িটি দখল করার চেস্টা করে। এখন সচেতন মহলের প্রশ্ন তার নিকট কোন আতœীয় স্বজন না থাকা সত্বে কে বা কাহারা এ বিক্রির টাকা ভাগবাটোয়ারা করছে। এ ব্যাপারে আইন প্রয়োগকারী সংস্থার তদারকী আশাবাদ ব্যক্ত করেছেন এলাকার অভিজ্ঞ সচেতন মহল।
Leave a Reply