মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফে কর্তব্যরত থানা পুলিশের টহলদল বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মওজুদ করার সময় ৮ বস্তা ইউরিয়া সার ও ময়দা জব্দ করেছে।পুলিশ সুত্র জানায়- ১৫ আগষ্ট ভোররাতে টেকনাফের হ্নীলা সড়কে কর্তব্যরত থানা পুলিশের এ এস আই সাখাওয়াত দরগাহ পাড়া এলাকায় অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়ার সময় ২বস্তা ময়দা জব্দ করে। অপরদিকে রাত ২টারদিকে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ট ুআইসি মাহফুজ গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা পানখালী এলাকার দুদু মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের জন্য মওজুদ করা ৬ বস্তা ইউরিয়া সার জব্দ করে। অভিযানকারী কর্মর্কতারা এর সত্যতা স্বীকার করেন। #########
Leave a Reply