টেকনাফ থেকে মিয়ানমারের ১৮ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে বিজিবি। টেকনাফস্থ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে: কর্ণেল জাহিদ হাসান জানান- ১২ আগষ্ট রবিবার সকালে শাহপরীরদ্বীপ ঘোলাপাড়া এলাকার সীমান্ত পয়েন্ট দিয়ে অবৈধ ভাবে বাংলাদেশে অনুপ্রবেশকালে শাহপরীরদ্বীপ বিওপির বিজিবি জওয়ানরা ১৮ জন মিয়ানমার রোহিঙ্গা নাগরিককে আটক করে। আটককৃতদের মধ্যে ৩পুরুষ, ৬জন মহিলা ও ৯জন শিশু রয়েছে। দুপুর আড়াইটাই একই সীমান্ত পয়েন্ট দিয়ে আটককৃতদের মিয়ানমারে পুশব্যাক করা হয়। অপরদিকে হ্নীলা ও নয়াপাড়া বিওপির বিজিবি জওয়ানরা মিয়ানমারে পাচারকালে ওয়াব্রাং ও ফুলের ডেইল এলাকা থেকে সাড়ে ৫শ কেজি চাল উদ্ধার করে। চাল গুলো টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।
Leave a Reply