মহেশখালী সংবাদদাতা // মহেশখালীর ৬টি পয়েন্ট থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে বলে লোকমুখে শুনা যাচ্ছে। গত ২৩ নভেম্বর রাত অনুমান ৮ ঘটিকা হতে বিভিন্ন এলাকা থেকে লোকমুখে শুনা যাচ্ছে গভীর রাতে ৬টি পয়েন্ট থেকে ট্রলার যোগে মালয়েশিয়া যাওয়ার জন্য রওনা দেবে। সাগর পথে দালালের মাধ্যমে মানুষ পাচার করার জন্য টেকনাফ থেকে ৪/৫ জনের এক দালাল গ্রুফ মহেশখালীর গোরকঘাটা এক প্রভাবশালীর আশ্রয়ে রয়েছে বলে জানা যায়। ঐ দালাল গ্রুফেরা কুতুবজোমের সাবেক এক মেম্বার সহ আরো ২ জন মিলে এক বড় সিন্ডিকেট তৈরি করে লোক পাচার করার জন্য বিভিন্ন জায়গা ট্রলার প্রস্তুত করে রেখেছে বলে খবর পাওয়া যাচ্ছে। লোকমুখে বলে বেড়ায় মহেশখালীর পয়েন্টগুলি হচ্ছে গোরকঘাটা পুরান জেটির ঘাট (বরফ মিল সংলগ্ন), মুদিরছড়ার জালিয়াপাড়া ঘাট, খোন্দকারপাড়ার দক্ষিণে বাহার খালের ঘাট, ঘটিভাঙ্গার ঘাট, শাপলাপুরের জে.এম ঘাট, ধলঘাটার সাপমারার ঘাট বলে লোকমুখে শুনা যাচ্ছে।
সংবাদ প্রেরকঃ মহেশখালী সংবাদদাতা।
০১৭২৭৬২৮২৯৫
Leave a Reply