প্রেস বিজ্ঞপ্তি…হোয়াইক্যং ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান ও হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা নুর আহমদ আনোয়ারীকে মিথ্যা মামলা থেকে অব্যাহতির দাবীবিগত ৩০ সেপ্টেম্বর’১২ হোয়াইক্যং বৌদ্ধ পল্লীতে সংঘটিত ঘটনায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্্রাসার অধ্যক্ষ ও হোয়াইক্যং ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা নুর আহমদ আনোয়ারীকে আসামী করা হয়। অথচ একথা দিবালোকের মত স্পষ্ট যে,তিনি বিগত ২১ বছর যাবৎ অত্যন্ত সুনামের সহিত উক্ত মাদ্্রাসা পরিচালনা করে আসছেন। দীর্ঘদিন উক্ত মাদ্্রাসা পরিচালনা কালে মাদ্্রাসা সংশ্লিষ্ট কেহই তাঁর কাছ থেকে মিথ্যা,অসংযত আচরণ লক্ষ্য করেনি। এছাড়াও তিনি হোয়াইক্যং মডেল ইউনিয়নের দু’দুবার বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন কার্যক্রম অত্যন্ত সুনামের সহিত পরিচালনা করে আসছেন। এ ছাড়াও তিনি হ্নীলা আলফালাহ্্ একাডেমী,কান্্জর পাড়া মডেল একাডেমী,কাটাখালী রওজাতুন্নবী দাখিল মাদ্্রাসা,খারাংখালী দারুত্্ তাওহীদ মহিলা মাদ্্রাসা ও কক্সবাজার হার্বাড কলেজসহ বহু শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে দেশ ও জাতির সেবা করে আসছেন। বিভিন্ন বিবৃতি সংবাদ মাধ্যমে আমরা জানতে পারি যে,তিনি বিগত ৩০ সেপ্টেম্বর’১২ বাড়ীস্থ কার্যালয়ে বিচারিক কার্যক্রমে রত ছিলেন। এমতাবস্থায় টেকনাফ থানা ওসি ও হোয়াইক্যং ফাঁড়ির এস আই বখতিয়ারের অনুরোধে উচ্ছৃংখল জনতাকে শান্ত করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হন। ঘটনাস্থলে তাঁর ভূমিকা স্পষ্ট দেখা যায় যে,তিনি উচ্ছৃংখল জনতাকে দমাতে ব্যস্ত। অথচ সম্পুর্ণ উদ্দেশ্যমূলক ভাবে তাঁকে উক্ত ঘটনার প্রধান আসামী করা করে মামলা করা হয়েছে। এতে সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের কার্যক্রমে একটা গতিহীনতার দৃশ্য দিন দিন প্রতিয়মান হচ্ছে। এমতাবস্থায় তাকে উক্ত মামলা থেকে অনতিবিলম্বে অব্যাহতি দানের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি। বিবৃতিতে স্বাক্ষর করেছেন-হ্নীলা শাহ মজিদিয়া মাদ্্রাসার মাওলানা নুরুল বশর ছিদ্দিকী,রশিদ,সাঈদ আহম তারেক,মোঃ জাফর আলম,মুছা কলিমুল্লাহ,আবদুস ছোবহান,এস এম সাইফুল্লাহ,আবদুর রহিম,জহির আহমদ,এম মঈন উদ্দিন,জমির উদ্দিন,মোঃ আবদুল মালেক,মোঃ কামাল উদ্দিন,আবদুল খালেক,জাহেদুল আলম চৌং,ফরিদ আলম,শামশুল আলম,জমিরিয়া মাদ্্রাসার মুহাম্মদ শামশুল হক,মোছলেহ উদ্দিন,মৌ বদর উদ্দিন,মৌং রশিদ আহমদ,মৌং জয়নুল আলম,মওঃ বশির আহমদ,মাওঃ আবদুন ছবুর হেলালী,মাস্টার শফিক আহমদ,মাওঃ জয়নাল আবেদিন,আবদুল গফুর,মাওঃ ফেরদৌস আহমদ,মুহাম্মদ ফরিদুল আলম নুরী,হ্নীলা আলফালাহ একাডেমীর সাহিদুর রহমান খাঁন,ফরিদ আলম,শফিকুল ইসলাম,শাহ নেওয়াজ খাঁন, বাহারছড়া তাফহীমুল কোরান মাদ্্রাসার মওঃ মোস্তাক আহমদ, জাহাঁজপুরা দাখিল মাদ্্রাসার মওঃ মুহাম্মদ উল্লাহ,মওঃ নুরে ইসলাম,আহমদুর রহমান,দারুত্্ তাওহীদ মহিলা মাদ্্রাসার হাসান আহমদ,হাঃ ফরিদ উদ্দিন,শামশুল আলম আমীন,নুরুল আলম জিহাদী,নুরুল আলম ফারুকী,টেকনাফ বায়তুশ শরফ মাদ্্রাসার হাঃ আবদুল জলিল, শাহপরীরদ্বীপ উচ্চ বিদ্যালয়ের ফরিদূল আলম, নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের শামশুল আলম, ছৈয়দ আবদুল মালেক,মওঃ মুফিজ আহমদ ইকবাল,মাস্টার শাকের আহমদ,মওঃ আবদুল আজিজ,মাস্টার রমজান আলী, রঙ্গিখালী ফাজিল মাদ্্রাসার অধ্যাপক শফিকুর রহমান,অধ্যাপক আবুল বশর,ফোরকান আহমদ,মুহাম্মদ আতাউল হক,মুহাম্মদ আজিজুল হক,মুহাম্মদ হাফিজ উদ্দিন,মুহাম্মদ জকরিয়া,মুহাম্মদ ফরিদূল ইসলাম,জাফর আলম,নুরুল হোছাইন ও রঙ্গিখালী খদিজাতুল কোবরা মহিলা মাদ্্রাসার মুঃ ফরিদূল আলম,খুরশিদা ইয়াসমীন। ===
Leave a Reply