টেকনাফ নিউজ ডটকম. ১৮ জুলাই:::বৈদ্যুতিক সুবিধা থেকে বঞ্চিত উপকূলীয় এলাকা টেকনাফ বাহারছড়া ইউনিয়নের শীলখালী পশ্চিমপাড়ানিবাসী। খুঁটি ও মিটার পাওয়া সত্বেও নানান অজুহাত দেখিয়ে সংযোগটি চালু করছেনা কর্তৃপ; এমন অভিযোগ করেছেন উক্ত এলাকার সুবিধাবঞ্চিত জনসাধরণ। সংযোগ চালু করার জন্য স্থানীয় নেতা-কর্মীদের বহুবার টাকা পয়সা দিয়েছে বলেও অভিযোগ উঠেছে। অত্র এলাকার জনসাধারণ আরো জানান, এ ব্যাপারে টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসে বহুবার অবহিত করা হয়েছিল। কিন্তু কর্তৃপ তা আমলে নেয়নি। বিদ্যুৎ সংযোগ চালু না থাকায় নানান দূর্ভোগ পোহাতে হচ্ছে উক্ত এলাকাবাসীদের। এলাকার সুবিধা বঞ্চিত মানুষের দূর্ভোগের বিষয়টি বিবেচনা করে সংযোগটি চালু করার জন্য অত্র এলাকার সুবিধাবঞ্চিত জনসাধরণ টেকনাফ-কক্সবাজার-০৪ এর মাননীয় সাংসদ আলহাজ্ব আব্দুর রহমান বদি (সি,আই,পি)‘র হস্তপে কামনা করেন।
প্রতিবেদক :-মোজাম্মেল হক বাহার, শামলাপুর॥