রমজান উদ্দিন পটল,টেকনাফ…তুচছ ঘটনাকে কেন্দ্র করে টেকনাফ থানায় স্বশস্ত্র হামলা ব্যাপক ভাংচুর ও পুলিশ হামলাকারীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ২৬ সেপ্টেম্বর রাতে থানায় হামলা গুলাগুলির ঘটনায় প্রকম্পিত হয়ে উঠে পুরো এলাকা। রাতের আঁধারে সীমান্ত শহরের বিভিন্ন মোড়ে ও অলিতে গলিতে অবৈধ অস্ত্রধারীদের মহড়া যেন রণক্ষেত্র পরিণত হয়। এ ঘটনার নেপথ্যে রাজনৈতিক অশুভ কর্মকান্ড সৃষ্টির অভিযোগ উঠেছে । একের পর এক প্রপাকান্ড ঘটিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচিত হওয়ার অভিনব চেষ্টা অব্যাহত রাখে জনৈক বিএনপি নেতা। সম্প্রতি টেকনাফে বিএনপি নেতা আব্দুল্লাহর পুত্র অলি উল্লাহ আলোকে নৃশংস খুন, পেট্রোল পাম্পে হামলা দু’পক্ষের মুখোমুখি, মিডিয়ায় স্থানীয় সংসদ সদস্যের বিরোদ্ধে প্ররোচনামুলক বক্তব্যসহ নানান আলেচিত ঘটনা ঘটে। এ ধারাবাহিকতায় গত ২৪ সেপ্টেম্বর বিএনপি নেতা আব্দুল্লাহর কর্মী সমর্থক কর্তৃক টেনাফে এমপি বদির সড়ক উন্নয়ন কাজের বিত্তিপ্রস্থর ভাংচুর নিয়ে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। এ অভিযোগে আব্দুল্লাহর পিতা সাবেক চেয়ারম্যান আলী আহমদকে ২৬ সেপ্টেম্বর রাত ৮টায় পুলিশ থানায় ডেকে ঘটনা সম্পর্কে জানতে চাওয়ার বিষয়টি আটকের গুজব ছড়িয়ে আলী আহমদ চেয়ারম্যানের আত্বীয় স্বজন কর্মীসমর্থকরা থানায় স্বশস্ত্র হামলা চালায়। উপরোক্ত বিষয় নিয়ে টেকনাফের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। অনেকের প্রশ্ন, বার বার নৈরাজ্য সৃষ্টির জন্য দায়ী কারা।
এসব বিভিন্ন ঘটনা নিয়ে বর্তমানে উত্তপ্ত হয়ে উঠেছে টেকনাফের রাজনৈতিক অঙ্গন। বিএনপি নেতা আব্দুল্লাহ সংঘটিত এসব নৈরাজ্যকর কর্মকান্ডের জন্য স্থানীয় আওয়ামীলীগ সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে দায়ী করেন। এমপি বদির বিরোদ্ধে মাঠ পর্যায়ে পালাক্রমে বক্তব্য দিয়ে আলোচনার সৃষ্টি করলেও বিষয়টি এখন সাধারণ জনগনের মাঝে স্পষ্ট হয়ে উঠেছে। নিজ দল বিএনপির অভ্যান্তরেও এ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে।
সুতমতে- আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে মনোনয়ন পাওয়ার বাসনা নিয়ে রাজনৈতিক মাঠে তৎপর হয়ে উঠেছে বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ। হাইকমান্ডে ইতিমধ্যে শুরু হয়েছে নানা লবিং। এসব রাজনৈতিক চিন্তাধারা নিয়ে আব্দুল্লাহ প্রতিপক্ষের বিরোদ্ধে শক্ত অবস্থান নেয়। তার শিশু পুত্র আলী উল্লাহ আলো হত্যার ঘটনাটি কৌশলে রাজনীতিতে ঠেনে নিয়ে মাঠ পর্যায়ে নানা তৎপরতা শুরু করে দেয়। এমনকি এলাকার প্রভাবশালী শক্তিধর পরিবারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিরোদ্ধে নানান বক্তব্য দিয়ে বেড়ায়। এমপি বদির বিরোদ্ধে শক্তির মহড়া, নানান অপপ্রচার, ও নিজ সন্তানের মৃত্যু নিয়ে রাজনৈতিক খেলাসহ নানান বিষয়টি এলাকার সাধারণ মানুষের মধ্যে পরিস্কার হয়ে উঠায় রাজনীতিতে তার ভবিষ্যত ক্রমে তিমিরে পরিণত হতে চলছে। এলাকায় নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করায় অনেকের মধ্য ক্ষোভও সৃষ্টি হয়। অনেকে বলছেন, এসব নৈরাজ্য সৃষ্টি করে রাজনীতিতে আলোচিত হওয়ার অভিনব চেষ্টা করছে অব্দুল্লাহ।
তবে বিএনপি নেতা আব্দুল্লাহ বিএনপির রাজনীতি করায় বর্তমান সরকারের আমলে ব্যাপক নির্যাতনের শিকার হয় বলে দাবী করেন। উপরোক্ত বিষয় নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনার সৃস্টি হয়েছে। বোধবার রাতে থানায় হামলা ভাংচুরের ঘটনাও রাজনৈতিক পরিকল্পিত বলে অনেকে মনে করেন।
Absolutely false Report. True is not yet cleared by this
report. It’s called yellow jpurnalism.
Teknaf e kisu dalal shangbadik er karone aj ei obosta…palto news