জেড করিম জিয়া…টেকনাফ থানায় মহিলা হাজতখানায় সারিবদ্ধভাবে রাখা পুলিশের ব্যবহৃত অস্ত্র ও জব্দকৃত মালামালের সঙ্গে জায়গা হয়েছে বিজিবি কর্তৃক আটক হওয়া মায়ের সঙ্গে দু শিশু এনায়েত উলাহ ও মুফিজুর রহমান। সোমবার দুপুরে টেকনাফ থানায় গিয়ে দেখা যায় এ চিত্র।
এসময় কথা হয় মিয়ানমারের নাগরিক ও থানায় পুলিশ হেফাজতে থাকা নাছিমা বেগম বলেন, রাতে মিয়ানমারে বেড়াতে যাওয়ার জন্য শাহপরীর দ্বীপ যায়। এ সময় নৌকা না পেয়ে সৈকত পাড়ে দুই ছেলেসহ অপেক্ষা করছিলাম। তখন বিজিবির জওয়ানরা সেখান থেকে আটক করে টেকনাফ থানায় নিয়ে আসে। পরে পুলিশ আমিসহ দুই ছেলেকে বিভিন্ন ধরনের মালামাল ও অস্ত্রের সাথে রেখে দেন। পুলিশের এহেন আচরণে ভয়ে আছি আমি ঘুমিয়ে পড়লে আমার ৫ বছরের শিশু খেলনা মনে করে ভয়ংকর এঅস্ত্রগুলো হাতে তুলে না নেয়।
ছোট ছেলে এনায়েত উলাহ (দেড় বছর) ঘুমিয়ে আছে ও বড় ছেলে মুফিজুর রহমান (পাচঁ বছর) বিষ্ময়ে ভয়ে লোহার রড ধরে দাড়িয়ে আছেন!
amra kon deshe bas korci ! Daybar ke nebe?