টেকনাফ প্রতিনিধি …টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহমদের বড়পুত্র মোস্তাক আহম্মদ মাতাসহ পবিত্র হজ্ব পালনের উদ্দ্যোশে গত ৪ অক্টোম্বর পবিত্র হজব্রত্ব পালনের উদ্দেশ্য ঢাকা ত্যাগ করেন। সময় স্বল্পতার কারণে বন্ধু-বান্ধব আতœীয় স্বজন ও এলাকাবাসীর সাথে সৌজন্য সাক্ষাত করতে না পারায় আন্তরিকভাবে দুঃখিত । সুষ্টুভাবে হজ্বব্রত পালনের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
নিবেদক
মোস্তাক আহম্মদ,
সদর ইউনিয়ন,
টেকনাফ,ককসবাজার
Leave a Reply