রফিক উদ্দিন বাবুল, ……কক্সবাজার-টেকনাফ সড়কে ১১টি পয়েন্টের ব্যস্ততম এলাকায় অবৈধ হাট-বাজার স্থাপন করে টু পাইস ইনকাম করছে একশ্রেণীর সুবিধাভোগী ইজারাদার সংস্থা, সংগঠন বা প্রভাবশালীমহল। ফলে এসব স্থানে তীব্র যানজটে পড়ে অসহনীয় দুর্ভোগ পোহাচ্ছে অগণতি যাত্রীসাধারণ, ব্যবসায়ী ও পর্যটক। পবিত্র ঈদে ঘরমুখো মানুষের সড়ক দুর্ঘটনায় পতিত হওয়ার আশংকা করছেন সচেতনমহল।জানা গেছে, উখিয়া-টেকনাফ দু’উপজেলায় ছোটবড় প্রায় ১৯টি হাট-বাজারের জন্য নির্ধারিত স্থান রয়েছে। এসব হাট-বাজার সরকার প্রতি অর্থবছরে প্রকাশ্যে নিলাম দিয়ে কোটি কোটি টাকার রাজস্ব আদায় করে থাকে। এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি বিভিন্ন সংস্থা বা সংগঠনের ব্যানারে এসব হাট-বাজার ইজারা নিয়ে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেওয়ার জন্য সড়কের ওপর অবৈধভাবে হাট-বাজার স্থাপন করে আসছে দীর্ঘদিন থেকে।সরেজমিন উখিয়া-টেকনাফ সড়কের কয়েকটি স্থান ঘুরে দেখা যায়, সপ্তাহে ২দিন হাট-বাজার জমে উঠার নিয়ম থাকলেও সড়কের ওপর প্রতিনিয়ত সকালসন্ধ্যা হাট-বাজার বসছে। ক্রেতা-বিক্রেতাদের চাপের মুখে যাত্রীবাহী গাড়িগুলো এসব হাট-বাজারের এসে ঘণ্টার পর ঘণ্ট আটকে থাকে। গত বৃহস্পতিবার বিকাল ৪টায় উখিয়া মধ্যম স্টেশনের ব্যস্ততম এলাকায় টেকনাফগামী যাত্রীবাহী মাইক্রো সাইড দিতে গিয়ে একটি অটোরিকশায় লেগে যায়। এ সময় শ্রমিকরা চালককে বেধড়ক পিটিয়ে আহত করলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষে শুরু হয়। ফলে এক ঘণ্টা যাবৎ যানবাহন চলাচল বন্ধা থাকে। পরে পুলিশের উপস্থিতিতে যানবাহন চলাচল শুরু করলে পরিস্থিতি শান্ত হয়। উখিয়া থানার অফিসার ইনচার্জ অপ্পেলা রাজু নাহা এসময় সাংবাদিকদের বলেন, সড়কের উপর অনিয়ন্ত্রিত হাট-বাজার স্থাপন করার কারণে এসব অনাকাঙ্খিত ঘটনা ঘটছে। তিনি বলেন, ঈদে স্বাভাবিকভাবে যাতে যানবাহন চলাচল করতে পারে সেজন্য সড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হবে।
জানা গেছে, কক্সবাজার-টেকনাফ ৭৯ কিলোমিটার সড়কে লিংরোড, পানের ছড়া, মরিচ্যা, কোটবাজার, উখিয়া সদর, কুতুপালং, বালুখালী পান বাজার, থাইংখালী, পালংখালী, টেকনাফের হোয়াইক্যং, মৌলভী বাজার, কানজর পাড়া, মধ্যম হ্নিলা, হ্নিলা, দমদমিয়া, বন্দর ও টেকনাফ সড়কসহ ১১টি গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রতিনিয়ত সকাল সন্ধ্যা হাট-বাজার বসছে। টেকনাফের ব্যবসায়ী আনোয়ার হোসেন জানালেন, সড়কের ওপর হাট-বাজার বসার কারণে ৩ ঘণ্টার পথ যেতে ৫ ঘণ্টা লাগছে। শাহ আমিন সার্ভিসের চালক ইয়াসিন আলী জানালেন, সড়কের ওপর যত্রতত্র হাট-বাজার ও গাড়ি পার্কিংয়ের কারণে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও যানবাহন মালিকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণে এসড়কে উন্নতমানের যানবাহন সার্ভিসের গাড়িগুলো আসতে চায় না। উখিয়া বাস মিনিবাস ও ট্রাক মালিক এসোসিয়েশনের সভাপতি অধ্যাপক নুরুল আমিন ভুট্টো বলেন, সড়কের ওপর হাট-বাজার বসিয়ে ৪/৫ জন বিশেষ লাভবান হলেও এখানকার প্রায় ৫ লক্ষাধিক মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তিনি বলেন, গত ৩ মাসে কক্সবাজার-টেকনাফ সড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় ৮ জন যাত্রী ও পথচারী মারা গেছে। উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল ইসলাম বলেন, সড়কের ওপর হাট-বাজার না বসার ব্যাপারে মাসিক সমন্বয় সভার সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট ইজারাদারদের সর্তক করে দেওয়া হয়েছে। তিনি অচিরেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।
Leave a Reply