চট্টগ্রাম নগরীর খুলশী থানা এলাকায় পৃথক অভিযানে ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।বৃহস্পতিবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত খুলশী থানা এলাকায় এ অভিযান দুটি পরিচালনা করা হয়।শুক্রবার দুপুরে সিএমপি সদর দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে নগরীর খুলশী থানার বিভিন্ন এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নগর গোয়েন্দা পুলিশ।এ অভিযানে নগরীর খুলশী থানার বাগঘোনা এলাকা থেকে আব্দুর রহমান (২৫) ও গ্রিন হাউজিং সোসাইটি এলাকা থেকে ছালামত উল্লাহকে (৪৭) নামক দুজনকে আটক করা হয়।আটকের পর আব্দুর রহমানের প্যান্টের পকেট থেকে পলিথিনের প্যাকেটে মোড়ানো ৪১৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ছালামত উল্লার কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১ লাখ ২৫ হাজার ও গাঁজার মূল্য ১৮ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নগরীর খুলশী থানায় মামলা দায়ের করা হয়েছে।
আব্দুর রহমান দীর্ঘদিন ধরে টেকনাফ থেকে ইয়াবা ট্যাবলেট কমদামে কিনে এনে নগরীর বিভিন্ন স্থানে বেশি দামে বিক্রি করে আসছে।
এছাড়া ছালামত কুমিল্লা সীমান্ত এলাকা থেকে গাঁজা কিনে চট্টগ্রাম, কক্সবাজার ও টেকনাফ এলাকায় বিক্রি করে আসছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে বলেও সংবাদ বিজ্ঞপিতে উল্লেখ করা হয়।
Leave a Reply