হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ …………টেকনাফ উপজেলা পরিষদ প্রাঙ্গণে গতকাল ৪ জুলাই দুপুরে বিশাল আকার ১টি ইউক্যালিপটাশ গাছ হঠাৎ উপড়ে পড়ে গিয়েছে। এতে কেউ হতাহত না হলেও লাইন ছিঁড়ে উপজেলা পরিষদ, আবাসিক এলাকা ও পার্শ্ববর্তী গ্রামে ঘটনার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্দ রয়েছে। তবে ঘটনার পর পরই পল্লী বিদ্যুতের কর্মীগণ ঘটনাস্থলে পৌঁছে উপড়ে পড়া গাছটি অপসারণ করে বিদ্যুৎ সরবরাহ চালু করার চেষ্টা করছেন। জানা যায়- ৪ জুলাই দুপুর ১ টার দিকে সবার চোখের সামনে টেকনাফ উপজেলা পরিষদ এলাকায় শহীদ মিনার সংলগ্ন মৎস্য অফিসের সামনের বিশাল আকার ইউক্যালিপটাশ গাছটি উপড়ে পড়ে যায়।########
Leave a Reply