কবির আহমদ ছিদ্দিকী…আস্সালামু আলাইকুম। আমি নিম্নস্বাক্ষরকারী ১৯৭৭ ইং সনে রঙ্গিখালী দারুল উলুম সিনিয়র মাদরাসায় প্রারম্ভিব ছাত্র হিসেবে লেখা-পড়া শুরু করে দেশের বিভিন্ন নামী দামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে লেখাপড়া শেষ করে সনদ অর্জন করি এবং ১৯৯০ ইং সনে রঙ্গিখালী দারুল উলুম সিনিয়র মাদরাসায় গ্রন্থাগারীক কাম শিক্ষক পদে চাকুরীতে যোগদান করে অদ্যবধি বহাল আছি।
* ১৯৯৫ ইং সেশনে গ্রন্থাগারীক ও তথ্য বিজ্ঞান সনদ অর্জন করি। যা আমার চাকুরী পদের জন্য অডিট কমিটি শর্ত দিয়েছিলেন।
* কর্মস্থলে অনুপস্থিতকালীন সময় যথাযথ কর্তৃপক্ষের বৈধ ছুটি নিয়ে থাকি।
* ১৯৭৭ সালে মাদরাসা প্রতিষ্ঠালগ্নে আমার সম্মানীত পিতা হাজী অছিউর রহমান রঙ্গিখালী দারুল উলুম সিনিয়র মাদরাসার প্রতিষ্ঠাতা সর্বজন শ্রদ্ধেয় ড. গাজী কামরুল ইসলাম ফকির সাহেব হুজুরের হাতে সর্বপ্রথম ৫০০/- টাকা তুলে দিয়ে যে আর্থিক সহযোগিতা করেছিলেন, তা আজ অবধি বহাল রয়েছে। আমি ও আমার পরিবারের অবদানের কথা মাদরাসা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর অজানা নয়। আমার আব্বার বয়স এখন ১১০ বছরে উপনীত।
* এলাকায় সর্বপ্রথম পোস্ট গ্রাজুয়েশান ডিগ্রীধারী আমার পরিবারে।
* ড. গাজী কামরুল ইসলাম ফকির সাহেব হুজুর ও মাদরাসা কর্তৃপক্ষের বিভিন্ন সময়ের অর্পিত দায়িত্ব পালন করে ভূমিকা রেখে আসছি। যা কর্তৃপক্ষ ও এলাকাবাসীর কাছে জানা আছে।
* হয়ত! কতিপয় ভিন্ন চিন্তাধারার, পরশ্রীকাতর আমার ও আমার পরিবারের মান সম্মান হানী করার জন্য ইতোপূর্বেও অপপ্রচার করেছিলেন। এখনও আবার শুরু করতে যাচ্ছেন।
* আমার প্রাতিষ্ঠানিক তথ্য যদি আপনাদের প্রয়োজন হয়, তাহলে যথাযথ মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে জানার জন্য অনুরোধ করব এবং আমি নিজেও সার্বিক সহযোগিতা করব- ইনশা আল্লাহ।
* আমার মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাননীয় সাংসদ-
১। আলহাজ্ব আবদুর রহমান বদি এমপি (মোবাইল- ০১৭৪৯৪৫০৬৪০)
২। সহ-সভাপতি আলহাজ্ব এইচ.এম ইউনুছ বাঙ্গালী (মোবাইল- ০১৭১৯০০৪২২১)
৩। দাতা সদস্য আলহাজ্ব এইচ.কে আনোয়ার সি.আই.পি। (মোবাইল নং- ০১৭৪৬৪৫৮৮৪৪)
৪। মাদরাসা অধ্যক্ষ আলহাজ্ব মাওঃ কামাল হোসাইন (মোবাইল নং- ০১৯২৪২৬৭৬২১)
৫। আলহাজ্ব মাওঃ ফরিদুল ইসলাম, উপাধ্যক্ষ (মোবাইল নং- ০১৮১৪২৬২৪২৮)
* আমার ব্যক্তিগত, পারিবারিক ও বৈবাহিক তথ্য যদি প্রয়োজন হয়, তাও বিস্তারিত জানাব।
* তার পরও যদি আপনারা আপনাদের পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যাপারে লিখতে যান, বস্তুনিষ্ঠ সংবাদ লেখার আহ্বান করব। উল্লেখ্য যে, আপনাদের লেখার লেখনীতে বাধা সৃষ্টি করার দায়িত্ব আমার নয়। তা আপনাদের বিবেক থেকে লেখার অধিকার রয়েছে। বিস্তারিত জানতে সার্বিক সহযোগিতা করব। আল্লাহ হাফেজ।
আপনাদেরই শুভ কামনায়
(কবির আহমদ ছিদ্দিকী)
রঙ্গিখালী, হ্নীলা, টেকনাফ, কক্সবাজার।
মোবাইল নং- ০১৮১৪৭৯৩৭৯৬, ০১৭১৫৬৮১৯৭২।
baba ar mato habe .a jato lok take dore takan
alem samj ar kolonko