শামসুল আলম শারেক…দেশের অনন্য এলাকার ন্যায় সীমান্ত জনপদ টেকনাফ- উখিয়ার শিক্ষার হার বাড়াতে এনজিও সংস্থা মুসলিম এইড ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাথে সমন্বয় রেখে ২০১০ সালের অক্টোবর হতে এ পর্যন্ত টেকনাফ- উখিয়ার ৫৫ টি স্কুলবিহীন অজপাড়া গ্রামে একটি প্রি-প্রাইমারী ও ৫৪ টি প্রাইমারী স্কুল প্রতিষ্ঠা করার মধ্যদিয়ে এলাকার শিক্ষার হার বৃদ্ধির সহায়ক ভূমিকা রাখার পাশাপাশি শিক্ষিত বেকার-যুবতীদের চাকরী নিশ্চিত করে বেকার সমস্যা সমাধানে এগিয়ে যাচ্ছে। গত ২০০৮ সালের প্রথম দিকে এনজিও সংস্থা মুসলিম এইড টেকনাফ- উখিয়ায় কাজ শুরু করেছে। স্থানীয়দের চিকিৎসা সেবা, ওয়াটার স্যানিটেশন, কারিগরী শিক্ষা, দূর্যোগ কালীন সহয়াতা ও ফাইন্যান্সিয়ল সহয়াতা দেওয়ার পাশাপাশি ঝরে পড়ারোধ ও শিশুদের স্কুল মূখী করে গড়ে তুলতে টেকনাফ-উখিয়ার ৫৫টি স্কুলের প্রায় ১হাজার ৬শত ৫০ জন শিশু শিক্ষার্থীদের নিয়মিত বিস্কুট বিতরণ, স্কুল ব্যাগ, নতুন বই ও পোশাকসহ বিভিন্ন শিক্ষাসামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার দিকে উদ্ভৃদ্ধ করে যাচ্ছে। স্থানীয় সংসদ সদস্য আবদুর রহমান বদি এলাকার শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষারহার বৃদ্ধিতে সহায়তা প্রদানের জন্য এনজিও সংস্থা মুসলিম এইডকে দিয়ে এই শিক্ষা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। তাছাড়া এনজিও সংস্থা মুসলিম এইডের স্কুলগুলো টেকনাফ-উখিয়ার সংশ্লিষ্ট উপজেলা শিক্ষা অফিসের সার্বিক তদারকিতে সরকারী প্রাথমিক বিদ্যালয়গুলোর সাথে সমন্বয় করে একই সময়ে তাদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরই ধারাবাহিকতায় গত ২জুন উখিয়া উপজেলার ভালুকিয়া ফয়জার বাপের পাড়া ও রাজাপালং আদর্শ হরিণমারা গ্রামে আরো ২ টি নতুন স্কুল উদ্বোধন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, মুসলিম এইডের রোটা প্রজেক্ট ম্যানেজার কৃষিবীদ এবি ছিদ্দিক আহমদ, ভালুকিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ রফিকুল ইসলাম, মুসলিম এইড ননফরমাল প্রজেক্ট অফিসার আবদুল করিম ও ভুকেশনাল প্রজেক্ট অফিসার আবদুল্লাহ আল মানুন প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষা সুপার ভাইজার মুহাম্মদ জসিম উদ্দিন ও সাইফুল ইসলাম।
শামসুল আলম শারেক,
টেকনাফ ॥
মোবাইল নং-০১৮১৪-৪৭৬৩৩৪
Thanks Mr. Sharek