হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ / মেয়েকে বখাটের কবল থেকে উদ্ধার করতে গিয়ে হামলায় আহত হয়েছেন অসহায় বৃদ্ধা পিতা আলী হোসেন(৫৫)। টেকনাফ পৌর এলাকা নাইট্যং পাড়ায় ঘটেছে এঘটনা। বখাটেদের অব্যাহত হুমকিতে থানায় মামলা দিতে পারছেনা। স্থানীয় পৌর কাউন্সিলরকে নালীশ দিলেও তিনি কালকেক্ষপন করছেন। টেকনাফ পৌর এলাকা ১নং ওয়ার্ড নাইট্যংপাড়া মৃত নবী হোছনের পুত্র আলী হোছন জানান- তার কিশোরী মেয়ে ইয়াছমিন আক্তার(১৩) অপর ১২জন সঙ্গীসহ যথাক্রমে আম্মুনী(১০) ও বাগিনী খাতুন(১৩) বিকালে বাড়ী থেকে পায়ে হেঁটে ইত্তর নাইট্যংপাড়া প্রতিবেশীর বাড়ীতে বেড়াতে যাচ্ছিল। পথিমধ্যে বাস টার্মিনাল এলাকায় স্থানীয় কয়েকজন বখাটে যুবক উক্ত ৩ কিশোরীকে উক্তক্ত তথা ইভটিজিং করে। নিকটাত্মীয় ৩ কিশোরী উপায়ান্তর না দেখে পার্শ্ববর্তী আব্দুর রহীমের বাড়ীতে আশ্রয় নেয়। খবর পেয়ে ইয়াছমিন আক্তারের বৃদ্ধ পিতা আলী হোসেন দ্রুত ঘটনাস্থলে পৌঁছলে বখাটেরা হামলা চালায়। এতে আলী হোসেনের মাথা ফেটে যায়। তাকে টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আলী হোসেন সাংবাদিকদের জানান-বখাটেদের অব্যাহত হুমকিতে থানার আশ্রয় নিতে না পেরে স্থানীয় ১নং পৌর কাউন্সিলরকে বিচার দেয়া হয়েছে। কিন্তু তিনিও কোন ব্যবস্থা নিচ্ছেন না। স্থানীয় মাদ্রসায় পড়–য়া ৩ জন কিশোরী একত্রে ইভটিজিং এর শিকার এবং উদ্ধার করতে গিয়ে এক কিশোরীর উপর হামলা ঘটনা বিষয়ে জানতে টেকনাফ পৌর কাউন্সিলর( ১নং ওয়ার্ড) আলহাজ্ব মোঃ ইউনুচের মুঠোফোনে (০১৮২৫৭০৯১৯৯) ৩নভেম্বর বিকালে বহুবার রিং করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ###################
Throw them including local councilor into cross-fire!