বুধবার ১১ জুলাই, ২০১৮ ৮:০৪ অপরাহ্ন
671 বার এই নিউজটি পড়া হয়েছে
মো. শাহীন,টেকনাফ **
টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ৯ হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। আটক যুবকরা হলেন, সাবরাং ইউনিয়নের শাহ পরীরদ্বীপ ক্যাম্প পাড়া এলাকার মোঃ ইসমাইল এর ছেলে ছৈয়দ উল্লাহ ভুট্টো (২০) ও টেকনাফ সদর ইউনিয়নের হাবীর পাড়া এলাকার মৃত তৈয়বের ছেলে মো: ইউসুফ (১৮)।
১০ জুলাই মঙ্গলবার রাত ৮ ঘটিকার সময় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টেকনাফ সার্কেলের উপ-পরিদর্শক মো: নাছির উদ্দিনের নেতৃতে টেকনাফ থানাধীন আলো শপিং কমপ্লেক্স এর সামনে অভিযান পরিচালনা করে। এই সময় দুই ব্যক্তির অবস্থান সন্দেহজনক দেখে তাদের তল্লাশি করে ডান হাতে থাকা শপিং ব্যাগে ভেতর ৯ হাজার পিচ ইয়াবা পাওয়া যায়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ২৭ লক্ষ টাকা বলে জানা যায়। ইয়াবাসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা। তবে ইয়াবা ট্যাবলেটসহ মাদকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জোরদার অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন। অভিযানে আসামীদের ধরতে গিয়ে টেকনাফ সার্কেল উপ-পরিদর্শক মোঃ নাসির উদ্দিন মারাত্মক ভাবে আহত হন।