টেকনাফ, ২০ সেপ্টেম্বর: টেকনাফের নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আট জন বাংলাদেশী চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। মিয়ানমারের নাসাকা বাহিনী তাদের ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন জেলেদের স্বজনরা।
স্থানীয় সূত্র জানায়, গত রোববার সন্ধ্যায় নাফ নদীতে মাছ ধরার সময় নৌকা থেকে মিয়ানমারের নাসাকা বাহিনী এসব জেলেদের করে নিয়ে যায়। মিয়ানমারের ৭ নম্বর সেক্টরের নাসাকা বাহিনীর হাতে রয়েছে বলে শুনেছেন তারা।
নিখোঁজ জেলেরা হলেন, টেকনাফ শাহপরীর দ্বীপ জালিয়াপাড়ার মোনাফের ছেলে সৈয়দ কাশিম (৩৫), সুলতানের ছেলে জাবেদ আলম (৩০), লাল মিয়ার ছেলে আয়ুব আলী (২৫), মো. সৈয়দের ছেলে মো. আব্দুল (২৭), সালামত উল্লাহর ছেলে হাবিব উল্লাহ (৪০), হোসেন আহাম্মদের ছেলে মনু মিয়া (৩০), মমতাজ হোসেনের ছেলে জাকের হোসেন (২৮) ও মকতুল হোসনের ছেলে নবী হোসেন (৩২)
নৌকার মালিকরা এ ব্যাপারে ৪২ বিজিবি অধিনায়ক বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিজিবি-৪২ ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বুধবার জেলে পরিবার থেকে একটি অভিযোগ পাওয়ার বিষয়টি স্বীকার করেন
Leave a Reply