শামসুল আলম শারেক,…টেকনাফ সদর ইউনিয়নস্থ বড় হাবির পাড়া ষ্টেশনে ৫ বছর আগে নির্মিত জাহির আহমদের মালিকানাধীন মার্কেটের ৬ দোকান লুটপাটের পর গুঁড়িয়ে দিয়েছে জবর-দখলকারীরা। এ নিয়ে দোকানের মালিক থানায় অভিযোগ করলেও প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় আপোষ-মিমাংসার নামে সময় ক্ষেপন করে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও সরেজিমন পরিদর্শনে গিয়ে জানা যায়, গত শুক্রবার সকাল ৯টার দিকে মৌলভী পাড়া এলাকার মৃত আমীর হামজার দু’পুত্র ফজল আহমদ ও আলী আহমদ তাদের ৪ পুত্র আবদুল করিম, আবদুর রাজ্জাক, আবদুর রহমান, একরামসহ এলাকার ৩০/৪০ জনের একদল সন্ত্রাসী দা, কিরিচ, লাঠি ও অস্ত্রশস্ত্র নিয়ে বড় হাবির পাড়া ষ্টেশনে এসে মৃত আলী আহমদের পুত্র জহির আহমদের মালিকানাধীন মার্কেটের মালামাল বেচা-বিক্রি অবস্থায় হামলা চালিয়ে লুটপাটের পর দোকানগুলো গুঁড়িয়ে দিয়ে ওই মার্কেট জবর-দখল করতে ভাড়াটিয়াদের দ্বারা পাহারা বসিয়েছে।
এ ব্যাপারে মার্কেটের মালিক জাহির আহমদ থানায় অভিযোগ দায়ের করলে টেকনাফ থানার ওসি (তদন্ত) স্বপন কুমার মজুমদার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে গুঁড়িয়ে দেয়া দোকান দেখতে পায়।
এদিকে দোকান গুঁড়িয়ে দেয়ার অভিযোগের প্রেক্ষিতে মামলার প্রক্রিয়া চলাকালীন বিষয়টি স্থানীয় এমপি আবদুর রহমান বদি অবগত হলে উভয় পক্ষকে মামলা-হামলায় না গিয়ে সমঝোতার মাধ্যমে মিমাংসা করার জন্য অনুরোধ জানায়। এ প্রেক্ষিতে এ পর্যন্ত ৪ দফায় সমঝোতা বৈঠকে বাদী পক্ষ উপস্থিত থাকলেও বিবাদী পক্ষগণ একবারও উপস্থিত হননি। এ নিয়ে এলাকায় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের অংশঙ্কা করছেন এলাকাবাসী।
Leave a Reply