শামসুল আলম শারেক, টেকনাফ সীমান্ত দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্য অবৈধভাবে মওজুত রাখা সাড়ে ৫ লাখ টাকা মূল্যমানের ৪৫৭ বস্তা চাল জব্দ করেছে বিজিবি। এছাড়া একই সময় ২৩ বস্তা ময়দাও জব্দ করা হয়। এ সময় অবৈধ মওজুতকারীকে আটক করা হয়।
বিজিবি সূত্র জানায়, সোমবার রাতে টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র অপারেশন অফিসার এইচ কামরুল হাসানের নেতৃত্বে বিজিবি জওয়ানরা গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা মোচনী এলাকার কবির আহমদের পুত্র সোলতান আহমদের মুদির দোকানের অনুমোদনবিহীন গোডাউনে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে মওজুত রাখা ৫ লাখ ৫৬ হাজার ৮শ’ টাকা মূল্যমানের ৪৫৭ বস্তা চাল জব্দ করে। একই সময় ২৩ বস্তা ময়দাও জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে মওজুত রাখার দায়ে সোলতান আহমদকে আটক করা হয়। এছাড়া একই দিন বিকাল সাড়ে ৫ টার দিকে মিয়ানমারে পাচারের সময় ঝিমংখালী সীমান্ত পয়েন্ট থেকে বিজিবি টহল দল আরো ৭ বস্তা চাল আটক করে। এ চাল আটকের ঘটনায় মোচনী এলাকার কবির আহমদের পুত্র সুলতান আহমদ (৪৫) কে আটক করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়। সুলতান আহমদকে প্রধান আসামী করে ৪ জনের নামে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়। টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কামন্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান জানান, ওই গোডাউন থেকে মিয়ানমারে চাল পাচারের সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে।
Leave a Reply