মুহাম্মদ তাহের নঈম, … টেকনাফের হোয়াইক্যং পুলিশের অভিযানে হ্নীলা বাস ষ্টেশন থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ একটি পিক আপ(ঢাকা মেট্রো ন ১১ ২৮৭০) গাড়ী জব্দ করেছে। ইয়াবা আটকের খবর ছড়িয়ে পড়লে এলাকার চিহ্নিত গড ফাদার ও ইয়াবার মালিকরা গা ঢাকা দিয়েছে। ৬ অক্টোবর ভোরে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির টু আইসি মাহফুজের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে একটি পিক আপ গাড়ীতে ইয়াবা বহন করে কক্সবাজারের দিকে নিয়ে যাওয়ার খবরে হ্নীলা বাস ষ্টেশনে পুলিশ উক্ত গাড়ীটি থামায়। এসময় গাড়ীর ড্রাইভার ও হেলপারসহ ৫/৬ জন লোক দিক বিদিক পালিয়ে যায়। পরে পুলিশ গাড়ীটি ফাঁড়িতে নিয়ে এসে তল্লাশী চালিয়ে ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। ইয়াবা বহনের দায়ে গাড়ীটিও জব্দ করে। এ ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির টু আইসি ও অভিযানের নেতৃত্বদানকারী মাহফুজ জানান ইয়াবা পাচারের সূ নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভোর ৪ টায় হ্নীলা বাস ষ্টেশন এলাকায় পিকআপ গাড়ীটি থামালে মুহুর্তে ড্রাইভার ও হেলপারসহ গাড়ীতে থাকা ৫/৬ জন লোক পালিয়ে যায়। পরে গাড়ীটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে এসে তল্লাশী চালিয়ে কষ্টেপে মোড়ানো ৩ টি পুটলা উদ্ধার করি। ধারনা করা হচ্ছে ৩ পুটলায় ৩ হাজার ইয়াবা হবে। তবে এ ইয়াবার সাথে কারা জড়িত ঐ সকল গড ফাদারদের ধরার জন্য পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে। এব্যাপারে ৫/৬ জনের বিরুদ্ধে থানায় মামলার প্রক্রিয়া চলছে। তবে এই ইয়াবার চালানের সাথে হ্নীলা এলাকার বেশ কয়েকজন গড ফাদার জড়িত রয়েছে। শীঘ্রই তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
Thanks Mr. Mahfuj and his forces for their bravado operation.Arrest the smugglers those have been smuggling since long time in this area. The smugglers are enemies of the nation.
এই এস আই মাহফুজই পানখালীর ইয়াবা ব্যাবসায়ীদের সাথে বসে ইয়াবা সেবন করে…হায়রে আমার বাংলাদেশ