এটিএন ফায়সাল…আগামী ২ অক্টোবর থেকে রোহিঙ্গা অধ্যুষিত উপজেলা হিসাবে খ্যাত টেকনাফে ভোটার তালিকা হাল নাগাদ কার্য্যক্রম শুরু হচ্ছে। ১৫ সেপ্টেম্বর থেকে মহেশখালী উপজেলা এবং ৪ অক্টোবর থেকে রামু উপজেলায় হাল নাগাদ কাজ শুরু হবে বলে জানা গেছে। জানা যায়- ১৫ ডিসেম্বর পর্যন্ত চলবে এই হাল নাগাদ কাজ। রোহিঙ্গারা যাতে ভোটার হতে না পারে সেজন্য সরকার টেকনাফ উপজেলার জন্য বিশেষ ব্যবস্থা নিয়েছে। এজন্য ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এতে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি), ওসি, ডিজিএফআই, এনএসআই, ডিএসবি, নির্বাচন অফিসার, বিজিবি, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান। উপজেলা নির্বাহী অফিসার সভাপতি এবং নির্বাচন অফিসার সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।##############
Amader sobar ektai dabi,jara takar binimoy votar hoyese tader bad dide hoby’ Noton Vaby jano kono rohinga votar hoty Na pary……Sobar sojak dristi dorkar….Rohingar Ottasar teke Nister Sai#####
কিভাবে,কার কাছে টাকার বিনিময়ে রোহিঙ্গারা ভোটার তালিকায় অন্তর্ভূক্ত হয়,তাহা তদন্ত করে দোষি ব্যাক্তিদের চিহ্নিত করে দৃস্ঠান্তমূলক শাস্তি প্রদান করা এখন সময়ের দাবী….।
noton kore rohinga votar korte kicho neta byesto.
tai bishes byabostay open ovijug box raka dorkar.jate kono informetion thakle songslisto komiti k janate paren elakar soseton jonogon.