হাফেজ মুহাম্মদ কাশেম,টেকনাফ টেকনাফ সীমান্তে ১৬ জন চিহ্নিত পাচারকারী মিয়ানমারে ভোজ্য তৈল পাচার করে আসছে। গতকাল ২৪ জুলাই টেকনাফ উপজেলা চোরাচালান প্রতিরোধ ট্রাস্কফোর্স কমিটির সভায় কমিটির সভাপতি ইউএনও শাহ মোজাহিদ উদ্দিন স্বয়ং এ তথ্য প্রকাশ করেন। তবে তিনি পাচারকারীদের নাম ঠিকানা প্রকাশ করেননি। এ নিয়ে সভায় প্রাণবন্ত আলোচনা হয়েছে। উক্ত ১৬ জন তেল পাচারকারীদের মধ্যে ১১জনই হ্নীলার। বাকী ৫জন টেকনাফ উপজেলার বিভিন্ন এলাকার। মন্ত্রণালয় থেকে প্রেরিত তেল পাচারকারীদের তালিকার কথা উল্লেখ করে তিনি এ ব্যাপারে সর্তক থাকতে বিজিবির কোম্পানী কমান্ডার ও পুলিশের প্রতি আহবান জানান। সভায় তিনি অত্যন্ত দুঃখ করে উল্লেখ করেন- আগে টেকনাফ উপজেলায় ৫০ হাজার লিটার ভোজ্য তেল আনার জন্য জেলা চোরাচালান প্রতিরোধ ট্রাস্কফোর্স কমিটির সিদ্ধান্ত মতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে পারমিট দেওয়া হত। তিনি যোগদান করার পর রেকর্ড পত্র ও বাস্তবতার সাথে তুলনা করে দেখা গেছে টেকনাফ উপজেলায় ভোজ্য তেলের প্রকৃত চাহিদা হচ্ছে মাত্র ৫ হাজার লিটার। এতদিন সীমান্তের এক শ্রেনীর ব্যবসায়ীগণ ভূল তথ্য দিয়ে ভোজ্য তৈল এনে মিয়ানমারে পাচার করে আসছিল। এ নিয়ে তিনি ব্যবসায়ী নেতাদের সাথে একাধিকবার বৈঠকও করেছেন। #####