গতকাল ২৬শে আগস্ট ককসবাজার থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকায়‘‘টেকনাফে ছাত্রলীগ ও ছাত্রদল একই স্থানে সভা ডাকায় ১৪৪ধারা জারি”শীর্ষক সংবাদের আংশিক আমাদের দৃষ্টিগোচর হয়েছে।টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে ছাত্রলীগ ও ছাত্রদল ঈদপূর্ণমিলনী উপলক্ষ্যে শাহপরীর দ্বীপ হাজী বশির আহম্মদ উচ্চ বিদ্যালয়কে ভেন্যু করে উভয় দল সভা আহবান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি সংবাদের প্রসঙ্গতে আমাদেরকে জড়িয়ে ঈদের দিনে শাহপরীর দ্বীপ জেটিতে মেয়েদের উত্যক্ত করছে এমন কথা মোটেই সত্যিই নয়। যা ঘটনা হয়েছিল তা সুস্থ মস্তিকে সঠিক সমাধান হয়েছে। একটি কুচক্রীমহল আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে মানহানি করার চেষ্টা করছে। আমরা সংশি¬ষ্ট সকলকে এ সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করছি।
প্রতিবাদকারী
সাইফুল, বাছেত,ফাইসেল
Leave a Reply