আল-মাসুদ,হ্নীলা টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে লোকালয়ে মিশে যাওয়ার চেষ্টা কালে ১১ রোহিঙ্গাকে আটক করেছে টেকনাফ সীমান্তে টহলরত বর্ডার গার্ড বাংলাদেশ জওয়ানরা। জানা যায়,২৯ জুলাই রবিবার সকাল সাড়ে ৮ টার সময় টেকনাফ বিজিবি সদর দপ্তর সড়কের লেঙ্গুরবিলের অদুরে পর্যটন মোড়ের সামনে ১ শিশু ১ মহিলাসহ ৭ জনের একটি রোহিঙ্গা পরিবার লোকালয়ে মিশে যেতে চেষ্টা করছিল। গোপন সংবাদ পেয়ে স্থানীয় টহলরত বিজিবি জওয়ানরা ঘটনাস্থালে গিয়ে তাদেরকে আটক করে। এছাড়াও সাবরাং শাহপরীর দ্বীপের ঘোলা পাড়া ও টেকনাফ পৌর এলাকার নাইট্যং পাড়া সীমান্ত পয়েন্ট দিয়ে পার্শ্ববর্তী দেশ মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করে বাংলাদেশের লোকালয়ে আশ্রয় নেয়ার চেষ্টা কালে আরো ৪ রোহিঙ্গা যুবককে স্থানীয় বিজিবি সদস্যরা আটক করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত ১১ রোহিঙ্গার মধ্যে ২ জনকে বিজিবির তত্বাবধানে পুশব্যাক করা হয়েছে বলে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল জাহিদ হাসান নিশ্চিত করেছেন =====
Leave a Reply