শামসুল আলম শারেক, …টেকনাফের হ্নীলা হাই স্কুলের ৮ শ্রেণীর জেএসসি পরীক্ষার্থীরা নিয়মিত ক্লাসের দাবী নিয়ে হেড মাস্টারের সাথে কথা বলতে গেলে ওই স্কুলের সভাপতির সামনে হেড মাস্টারের ছেলে তাদের লাল টিসি দিয়ে বহিস্কারসহ বেধড়ক পিটিয়ে স্কুল থেকে বের করে দেয়ার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে স্কুল অফিসে।
ওই স্কুলের ৮/১০ জন জেএসসি পরীক্ষার্থী নাম প্রকাশ না করার শর্তে অডিও-ভিডিওয়ের মাধ্যমে বক্তব্য দিয়ে অভিযোগ করে জানায়, অবৈধ কমিটি বাতিলসহ ৭ দফা দাবী আদায়ের লক্ষ্যে শিক্ষকদের কর্মবিরতী পালনের কারণে দু’দিন ধরে স্কুলে ক্লাস না হওয়ায় তারা প্রধান শিক্ষক মোক্তার আহমদের কাছে নিয়মিত ক্লাসের দাবী জানাতে যায়। ওই সময় স্কুলের সভাপতি সিরাজুল ইসলাম সিকদার উপস্থিত ছিলেন। এ সময় হঠাৎ করে হেড মাস্টারের ছেলে শফিকুল ইসলাম (২২) স্কুল অফিসে প্রবেশ করে শিক্ষার্থীদের অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে তাদেরকে লাল টিসি দিয়ে বহিস্কার এবং বেধড়ক পিটিয়ে ‘সাইজ’ করবে বলে হুমকি দেয়। এ খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা সৃষ্টি হলে হেড মাস্টারের ছেলে কৌশলে পালিয়ে যায়।
এ নিয়ে সভাপতি সিরাজুল ইসলাম সিকদারের সাথে যোগাযোগ করা হলে তিনি শফিককে অফিসে দেখেননি বলে জানান।
অভিযুক্ত শফিকের সাথে যোগাযোগ করা হলে তিনি অফিসে সভাপতি সিরাজুল ইসলাম সিকদার উপস্থিত ছিলেন বলে স্বীকার করলেও শিক্ষার্থীদের হুমকির বিষয়টি অস্বীকার করে জানায়, ‘আঁরাত্তো হুমকি দিয়া ফরে নাকি? ধরি ধরি বাজ্জাইলে (পিটুনি দিলে) হনে কি গরিব দে।’ তিনি আরো জানায়, ‘আজিয়া স্কুলে গিয়ে দেখি ৮ম শ্রেণীর ক্লাসে হাই বেঞ্চ-লু বেঞ্চ উল্টাইয়া আছে। ইন (এটা) দেখিয়ারে আঁই কফিলের বউ মুক্তারে (শিক্ষিকা) এ রহম বেদাদব পুয়াইন্দর (শিক্ষার্থীদের) ট্যাং হালি ল’ন নান দরকার (পা কেটে নেয়া দরকার)।’
এ ঘটনায় শিক্ষার্থী, শিক্ষকসহ অভিভাবক ও এলাকাবাসীর মাঝে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এ নিয়ে যে কোন মুহুর্তে সংঘর্ষের আশঙ্কা ব্যক্ত করেছে এলাকাবাসী।
##########################
শামসুল আলম শারেক,
টেকনাফ ॥
মোবাইল নং-০১৮১৪-৪৭৬৩৩৪
###
head master er chele to…………
Ashole apnader kono dhoroner shomman bodh bolthei nei.