এটি এন ফায়সাল…টেকাফে ময়দা ও সিএনজিসহ এক পাচারকারীকে আটক করে বিজিবি। গত ৭ অক্টোবর রবিবার গভীর রাতে মায়ানমারে পাচারকালে ময়দা ও সিএনজিসহ আব্দুল মোনাফ প্রকাশ লালু (২২) নামক এক পাচারকারীকে আটক করেছে বিজিবি।সে টেকনাফ কেরুনতলী এলাকার নুর মোহাম্মদের ছেলে। টেকনাফ বিওপি বিজিবির নায়েক মো. নজরুল ইসলামের নেতৃত্বে গোপন সংবাদে পৌরসভার নাইট্যংপাড়া নাফনদী সীমান্ত দিয়ে মায়ানমারে পাচার কালে অভিযান চালিয়ে (কক্সবাজার-থ-১১-১০৭৬) নং একটি সিএনজি ও ২৫০ কেজি ময়দাসহ তাকে আটক করে। আটককৃত ময়দা ও সিএনজি টেকনাফ শুল্ক ষ্টেশনে জমা দেয়া হয়েছে। আটক ব্যাক্তিকে থানায় প্রেরণ করে সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয় বলে জানায়, ৪২ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. জাহিদ হাসান।
Leave a Reply