টেকনাফ পানি উন্নয়ন কোন অফিস নেই । তবে আছে মাত্র একমাত্র প্রতিনিধি বাবু। সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা যায়, টেকনাফ পৌরসভার উত্তর জালিয়া এলাকায় টেকনাফ পানি উন্নয়ন বোর্ডের দুটি ভবন । দীর্ঘদিন পর্যন্ত তাদের নিজস্ব অফিস ও বাসভবনে একটি রুমে প্রতিনিধি বাবু,থাকলে ও অপররুমে থাকে স্থানীয় জালিয়া পাড়াএলাকার একটি পরিবার । এ ছাড়া উত্তর পাশে থাকা পুরো ভবনটিতে আর একটি পরিবার থাকে । তাই বলা চলে সরকারী ভবনে বেসরকারী লোকের বসবাস ।
Leave a Reply