আব্দুস সালাম,টেকনাফ
টেকনাফ সদরের লেঙ্গুরবিল পর্যটন বাজার নামক স্থানে সন্ত্রাসী হামলায় দোকানের মালিকসহ ৩ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে প্রকাশ্যে সন্ত্রাসীরা ন্যাক্কারজনক এ হামলা চালিয়ছে।
আহত দোকান মালিক মোঃ হোছন জানান,টেকনাফ সদর ইউনিয়নের লেঙ্গুরবিল এলকার আমার ভাতিজা রফিকুল ও তালত আয়াজ মোটর সাইকেল যোগে টেকনাফ শহর থেকে বাড়ি যাওয়ার পথে একই এলাকার নুর মোহাম্মদ প্রকাশ শো- নুর মোহাম্মদের ছেলের সাথে কথা কাটাকাটি হয়।এরই জেরধরে পর্যটন বাজারে আমার মালিকাধীন হাজী অলি আহমদ মার্কেটের ১নং মোটর পার্টসের দোকানে অর্তকিতভাবে এসে নুর মোহাম্মদ প্রঃ শো-নুর মোহাম্মদ,তার ছেলে মোঃ হেলাল,মোঃ বেলাল,মোঃ জসিম,মোঃ আবছার, নুর মোহাম্মদের ভাই মোস্তাক আহমদ ও নুরুল বশরসহ ১৫/২০ জনের নেতৃত্বে একদল সন্ত্রাসী দা, লাঠি,লোহারড ও দারালো কিরিস নিয়ে দোকানে লুটপাট, ভাংচুর ও হামলা চালিয়ে ওই এলাকার মৃত মোহাম্দ উল্লাহর ছেলে মোঃ আয়াজ(১৯),ছৈয়দ হোসেনের ছেলে সাইফুল ইসলাম(২৪) ও দোকান মালিক মৃত নজু মিয়ার ছেলে মোঃ হোছন(৩৫) কে মারধর করে গুরুতর আহত করা হয়।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে গুরুতর আহতদের উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন।
আহতরা আরো জানান,সন্ত্রাসী হামলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বর্তমানে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Leave a Reply