জিয়াউর রহমান জিয়া………গত ১২ জুলাই বিষ্যুদবার দুপুর ১২টায় টেকনাফের হ্নীলা জামেয়া দারুস্্সুন্নাহ মাদ্্রাসার নির্বাহী পরিচালক সদ্য কারা মুক্ত মাওলানা আফসার উদ্দিন চৌধুরীকে মাদ্্রাসা মিলনায়তনে এক সংবর্ধনা প্রদান করা হয়। মাদ্্রাসার প্রধান পরিচালক শাহসুফী মাওলানা আখতর কমালের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবি,সাবেক সহকারী এটর্নি জেনারেল ও ককস্বাজার জেলা আওয়ামীলীগের সদস্য এডভোকেট হেলাল উদ্দিন চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্্রাসার পরিচালনা কমিটির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জালাল উদ্দিন চৌধুরী, মাওলানা আবদুল মান্নান,কারী মাওলানা ফরিদুল আলম,মাওলানা জহির আহমদ,মাওলানা ফরিদ আহমদ,হ্নীলা ইউপি সদস্য আলী আহমদ,সাবেক মেম্বার আলহাজ্ব দিলদার আহমদ,হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের সভাপতি সফিক আহমদ বি,কম প্রমুখ। সাংবাদিক তাহের নঈমের পরিচালনায় অনষ্ঠিত সভায় প্রধান অতিথি বলেন, একটি মহল হ্নীলার এই প্রাচীনতম সুপ্রতিষ্ঠিত দ্বীনি মাদ্্রাসার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে মেতে ওঠেছে। মাদ্্রাসা ও মাদ্্রাসার দায়িত্বশীল ব্যাক্তিকে বিতর্কিত করে হ্নীলা মাদ্্রাসার ঐতিহ্য ও অবদানকে খাটো করছে। তিনি উপস্থিত মাদ্্রাসার শিক্ষক,ছাত্র,কমিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিগণকে এ ধরনের ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকার আহবান জানান। সংবর্ধনার জবাবে সদ্য কারামুক্ত মাওলানা আফসার উদ্দিন চৌধুরী বলেন, আমি, আমার পরিবার ও জামেয়া দারুস্্সুন্নাহ মাদ্্রাসার মশলিজে শুরার পক্ষ থেকে মাননীয় এমপি বদির কাছে চির কৃতজ্ঞ থাকবো। পাশপাশি সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তা,সংবাদ কর্মী ও শুভাকাংখীদের প্রতি কৃতজ্ঞতা। আমি নির্দোষ আমি ও আমার পরিবার চিরকালই শিক্ষা ও সমাজের সেবা করে যাচ্ছি। তাই রাষ্ট্রদ্রোহী কোন কার্যকলাপে আমরা অতীতে ও বর্তমানে জড়িত নেই ও থাকবোনা ইনশাআল্লাহ। এর পুর্বে সংবর্ধিত ব্যক্তি সদ্য কারা মুক্ত মাওলানা আফসার উদ্দিন চৌধুরী ককস্বাজার থেকে হ্নীলা আসার পথে হোয়াইক্যং মনিরঘোনা মাদ্্রাসা,লম্বাবিল মাদ্্রাসা,হোয়াইক্যং বাজার,উনছিপ্রাং ,ঝিমংখালী ও হ্নীলা বাস ষ্টেশনে সংক্ষিপ্ত করে বক্তব্য দেন।
Leave a Reply