মুহাম্মদ তাহের নঈম,টেকনাফ / টেকনাফে সংখ্যালঘু পল্লীর সহিংস ঘটনার মূল নায়ক যুবলীগ নেতা মমতাজ মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ।
সকল জল্পনা-কল্পনার পর অবশেষে পুলিশের হাতে ধরা পড়ল ইতিহাসের জঘন্যতম ঘটনা হোয়াইক্যং সংখ্যালঘু পল্লীতে হামলার মুল পরিকল্পনাকারী ও এ ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভূক্ত আসামী। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর আইসি এসআই বখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ উনচিপ্রাং এলাকার ধানবনে আত্মগোপনে থাকা অবস্থায় মমতাজ মিয়াকে (৩৫) আটক করে। তিনি স্থানীয় লম্বাবিল তেচ্ছি ব্রীজ এলাকার মৃত জাফর মিয়ার পুত্র। আটককৃত মমতাজ ৩০ সেপ্টেম্বর রাতের আঁধারে হোয়াইক্যং সংখ্যালঘু পল্লীর সহিংস ঘটনার অন্যতম পরিকল্পনাকারীদের একজন বলে পুলিশসহ বিভিন্ন সূত্র নিশ্চিত করেছে। উল্লেখ্য,কিছুদিন আগে ৩০ সেপ্টেম্বর হোয়াইক্যং সংখ্যালঘু পল্লীর সহিংস ঘটনার সাথে জড়িত সন্দেহে হোয়াইক্যং এলাকা থেকে মমতাজ নামক এক ব্যক্তিকে আটকের পর ছেড়ে দিলে এলাকায় হৈছৈ পড়ে যায়। বৃহস্পতিবার প্রকৃত আসামী গ্রেপ্তার হওয়ায় এবং ধৃত আসামীদের পুলিশি জিজ্ঞাবাদে ৩০ সেপ্টেম্বরের সহিংস ঘটনার উস্কানিদাতা মিছিলের আহবানকারী প্রচারকারী নেতৃত্বদানকারী এর সাথে সহায়তাকারী ও জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা যাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।###
মুহাম্মদ তাহের নঈম টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধিঃ
mool nayok jobleaug, ashami jamaat ????????????????????????
Jobuleage nata bolte ki joguta takar dorkar! Se nata na local man! Journalist jamat!
Jobuleage nata cutinig the list ! It’s local man!