হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ … টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছরার শামলাপুর পুরানপাড়ায় লোকালয়ে আসা অজগর সাপটি ধরে বনে অবমুক্ত করা হয়েছে। বিশাল আকার সাপটি দেখার জন্য উৎসুক জনতার ভীড় লেগে যায়।
বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সিএমইসির সহ—সভাপতি মোঃ সাইফুল্লাহ কোম্পানী জানান, ৭ জানুয়ারী বিকালে একটি বিশাল আকারের অজগর সাপ টেকনাফের উপকুলীয় ইউনিয়ন বাহারছরার শামলাপুর পুরানপাড়ায় লোকালয়ে চলে আসে। খবর পেয়ে পুরানপাড়া ভিসিএফ কমিটির সভাপতি শাহ জাহানের নেতৃত্বে সাপটি উদ্ধার করে হোয়াইক্যং রেঞ্জ অফিসার আবদুল মতিনের কাছে পাঠানো হয়। নির্দেশনা মোতাবেক ভিসিএফ সভাপতি শাহ জাহান, হোয়াইক্যং বিট অফিসার কেউসিং ও স্টাফ শিমুল হোয়াইক্যং—শামলাপুর সড়কের নিকটস্থ পাহাড়ে সাপটি অবমুক্ত করা হয়। ##
Leave a Reply