টেকনাফের নয়াবাজার এলাকায় একটি প্রভাবশালী মহল কর্তৃক গোদাম ঘর জবর দখলে নেয়ার অপচেষ্টা চালায়। সন্ত্রাসী তান্ডব চালিয়ে লবনের গোদাম গুঁড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। প্রভাবশালীদের সন্ত্রাসী হামলা ও হুমকিতে মালিক পক্ষ অসহায় হয়ে পড়েছে। গভীর রাতে একটি লবনের গোদামে সন্ত্রাসী হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটপাটের ঘটনায় অসহায় মালিক পক্ষ টেকনাফ থানায় লিখিত এজহার দায়ের করে।থানায় দায়েরকৃত এজহার সুত্রে জানাযায়- টেকনাফ উপজেলার নয়াবাজার ষ্টেশনস্থ প্রবাসী মোহাম্মদ হোছনের খরিদাকৃত জমিতে দোকানঘর ও গোদাম তৈরী করে ব্যবসা বাণিজ্য চালিয়ে আসে। কিন্তু স্থানীয় একটি প্রভাবশালী মহল জমি জবর দখলে নিতে গত ৫ জুলাই ঘভীর রাতে হামলা ও ব্যাপক ভাংচুর চালিয়ে গোদাম ঘর গুড়িয়ে দেয়। হামলাকারীরা প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে এবং লবন নষ্ট করে । জানাযায় -নয়াবাজারের স্থানীয় বাসিন্দা সোলাইমানের পুত্র ছৈয়দ হোছাইন জমি জবর দখলে নেয়া নিতে সাঙ্গ পাঙ্গ ও ভাড়াটিয়া সন্ত্রাসীদের নিয়ে এলাকায় মহড়া দিয়ে জমির মালিক পক্ষকে ভয়ভীতি দেখিয়ে নানান হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে হাজী জাফর আলী বাদী হয়ে গত ৭ জুলাই টেকনাফ থানায় একটি এজহার দায়ের করেন। উল্লেখ্য দীর্ঘদিন যাবৎ তাদের মধ্যে বিএস -২৭৬৭ নং খতিয়ানের দাগ নং-৯৬১৯,৯৬২০,৯৬৩২ দোকান-পাটের জমি জমা নিয়ে বিরোধ চলে আসছিল বলে ও জানাযায়।
Leave a Reply