হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফে র্যাব- বিজিবি- কোস্টগার্ডের অভিযানে মালয়েশিয়াগামী ও ইয়াবাসহ পৃথক অভিযানে ৫৩ জনকে আটক করেছে।
সাগরপথে মালয়েশিয়া যাত্রাকালে সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকসহ ৩৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। টেকনাফ কোস্টগার্ড ষ্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বদরুদ্দোজা জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সেন্টমার্টিনের অদূরে গভীর বঙ্গোপসাগর দিয়ে ট্রলারযোগে অবৈধভাবে মালয়েশিয়া যাত্রাকালে ৩৬ জনকে আটক করে। আটককৃতদের মধ্যে ১৫ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক এবং বাকী ২১ জন বাংলাদেশের বিভিন্ন এলাকার স্থানীয় অধিবাসী বলে জানা গেছে।
অপরেিদক, কক্সবাজার র্যাব-৭ এর মেজর সরওয়ার আলম জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা চৌধুরী পাড়া রাখাইন পল্লীতে অভিযান চালিয়ে ইয়াবা আদান-প্রদানের সময় ৩ হাজার পিচ ইয়াবাসহ ওই পল্লীর বু মে (২১), থায়ং চু (২২) ও মং ছলাকে (২০) আটক করে।
এদিকে, টেকনাফ ৪২ ব্যাটালিয়ান বিজিবি’র কমান্ডিং অফিসার লে. কর্ণেল জাহিদ হাসান জানান, বৃহস্পতিবার দুপুর ১২টায় বিভিন্ন বিওপি’র জওয়ানরা অভিযান চালিয়ে সাবরাং সমুদ্র সৈকতের কাটাবনিয়া ও হাবিরছড়া এলাকা দিয়ে অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাত্রাকালে ১৫ জনকে আটক করে।
Leave a Reply