হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফের রাজারছড়া বনবিট এলাকায় স্বল্প মেয়াদী বনবাগান সৃজন করার লক্ষ্যে এক জরুরী সভা ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। হেডম্যান আলী বলির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকার বৃক্ষ প্রিয় লোকজন উপস্থিত ছিলেন। রাজারছড়া বনবিট কর্মকর্র্তা মিজানুর রহমান বলেন- সবুজ বনায়ন পরিবেশ রক্ষার একমাত্র হাতিয়ার। সবুজ বনায়ন সৃষ্টি করা এবং তার রক্ষণাবেক্ষন সমাজিক দায়িত্ব। শীলখালী রেঞ্জের আওতাধীন টেকনাফ সদর ইউনিয়ন ১ ও ২নং ওয়ার্ডের ২০১১-১২ আর্থিক সনের সৃজিত ১০ হেক্টর স্বল্প মেয়াদী ২৫ জন উপকারভোগী মনোনিত করা হবে। উক্ত বাগানের অংশিদার হতে ইচ্ছুক সকলকে আবেদনের মাধ্যমে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। উক্ত সভায় উপস্থিত ছিলেন- টেকনাফ নিউজ ডটকমের চেয়ারম্যান ও সম্পাদক সাইফুল ইসলাম সাইফী, মৌঃ মোঃ তৈয়ব, এনামুল্লাহ মেম্বারসহ স্থানীয় ব্যক্তিরা। #######
Leave a Reply