হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফঃ…টেকনাফে রবি’র সেল্সম্যান এর সাড়ে ৩ লাখ টাকা ছিনতাই হয়েছে। টেকনাফ ফেরার পথে ছিনতাইয়ের কবলে পড়েছেন মোবাইল ফোন অপারেটর রবি কোম্পানির ১ জন সেল্সম্যান। ২৬ আগষ্ট রাত সাড়ে ৭ টায় লেঙ্গুরবিল রোডে ঘটেছে এঘটনা। এতে একজন সেল্সম্যান ছুরিকাহত হয়েছেন। জানা যায়- রবি কোম্পানির ১ জন সেল্সম্যান যথাক্রমে আজিম উল্লাহ টেকনাফ উপজেলার উপকূলীয় ইউনিয়ন বাহারছড়ায় কাজ শেষ করে মোটর সাইকেল যোগে টেকনাফ ফিরছিলেন। সূদুর বাহারছড়া থেকে টেকনাফ পৌছতে সন্ধ্যা গড়িয়ে যায়। ৪২ বিজিবি সদর দপ্তর প্রধান ফটকের পূর্বে টার্নিং এ পৌছলে মুখোশ পরা কয়েকজন ছিনতাইকারী ব্রীজের দু’পাশে রশি বেঁধে আজিম উল্লাহকে গাড়ি থামাতে বাধ্য করে। এর পর ছুরিকাঘাত করে নগদ সাড়ে ৩লাখ টাকা ছিনিয়ে নেয়। আহত সেল্সম্যান আজিম উল্লাকে টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া
#########
Leave a Reply