এটিএন ফয়সাল, টেকনাফ:টেকনাফে ৩’শ৯৮ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে বিজিবি। সে হোয়াইক্যংয়ের ঝিমংখালী এলাকার ছিদ্দিক আহমদের পুত্র শফিকুল(১৯)। জানা যায়- ১৭ আগষ্ট সকাল সাড়ে ৮ টায় টেকনাফ-কক্সবাজার আরাকান সড়কের হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ৩৯৮ পিস ইয়াবাসহ শফিকুলকে আটক করে। আটক যুবককে টেকনাফ থানায় সোপর্দ করে সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে বিজিবি সুত্র জানিয়েছে। অপরদিকে একই দিন মিয়ানমারে পাচারকালে দমদমিয়া বিজিবি সেমাই, পানীয় পন্যসহ বিভিন্ন প্রকার ভোগ্য পন্য ও ২টি নৌকা জব্দ করেছে। যার আনুমানিক মুল দেড় লক্ষধিক টাকা। মালামালগুলো টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে। এছাড়া গভী রাতে মিয়ানমার হয়ে বাংলাদেশে পাচারকালে ৫ বোতল মান্ডেলা মদ জব্দ করেছে বিজিবি। টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল জাহিদ হাসান অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Leave a Reply